অনেকেই ‘বৌদি’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানান সৌমিত্র বাবুর দ্বিতীয় স্ত্রীকে৷ জানা গিয়েছে, সৌমিত্র বাবুর দ্বিতীয় স্ত্রীর নাম পরমিতা রায় চৌধুরী। আইন নিয়ে রাজস্থনের জয়পুরে পড়াশোনা করেছেন তিনি। বাড়ি শিলিগুড়িতে। বাঙ্গালি ট্র্যাডিশনাল রান্না নিয়ে যথেষ্ট ন্যাক রয়েছে পারমিতা দেবীর। শিলিগুড়িতে Bongz Food নামে একটি ফুড হাব চালু করেছিলেন তিনি ২০১৯ সালে। সূত্রের খবর অনুযায়ী, স্ত্রীর ছবি এখন প্রকাশ্যে এলেও দ্বিতীয় বিয়ে তারা নাকি মাস ছয় আগেই আইনত ভাবে সেরে ফেলেছেন। তবে, তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যায়নি এর আগে।
advertisement
আরও পড়ুন: বলুন তো, ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? বাংলা কত’তে? প্রথম নামটি শুনেই চমকে যাবেন নিশ্চিত
প্রসঙ্গত,সৌমিত্র খাঁর প্রথম স্ত্রী সুজাতা মণ্ডল এখন বাঁকুড়া জেলা পরিষদের মৎস দফতরের কর্মাধ্যক্ষ।
আরও পড়ুন: বলুন তো, ভারতের কোথায় সবচেয়ে সস্তায় মদ বিক্রি হয়? নামটা শুনলে জাস্ট অবিশ্বাস্য মনে হবে
সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের বিচ্ছেদ নিয়ে একসময় চলেছিল জোর চর্চা। এবার সৌমিত্র খাঁর দ্বিতীয় স্ত্রীর ছবি ও পরিচয় প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে নতুন করে চর্চা যে শুরু হয়ে গেল, তা বলাই বাহুল্য।
—– নীলাঞ্জন ব্যানার্জী