TRENDING:

Saumitra Khan: সায়ন্তিকার মতো একই ঘটনার মুখে সৌমিত্র খাঁ, বিজেপি সাংসদকে ঘিরে মারাত্মক কাণ্ড

Last Updated:

Saumitra Khan: এদিন ইন্দাসে মনোনয়ন করতে যাওয়ার পথে বিজেপির মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর ইন্দাস যাচ্ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেবব্রত মণ্ডল, বাঁকুড়া: ইন্দাসে যাওয়ার পথে কাঁকরডাঙ্গায় আটকে দেওয়া হল সাংসদ সৌমিত্র খাঁ-কে। উঠল চোর চোর স্লোগান, সৌমিত্র খাঁর গাড়ি ঘিরে বিক্ষোভও দেখানো হল। ইন্দাসে যাওয়ার পথে পাত্রসায়ের থানার কাঁকরডাঙ্গা মোড়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পথ আটকাল তৃণমূল।
advertisement

এদিন ইন্দাসে মনোনয়ন করতে যাওয়ার পথে বিজেপির মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর ইন্দাস যাচ্ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। কাঁকরডাঙ্গা মোড়ের কাছাকাছি তাঁর কনভয় আসতেই রাস্তার উপর বসে তাঁর গাড়ি আটকে দেয় মহিলারা। চোর চোর স্লোগান দেওয়া হয় সাংসদকে লক্ষ্য করে। অবরোধের মুখে পড়ে পরে গাড়ি ঘুরিয়ে সাংসদ সোনামুখীর দিকে ফিরে যান।

advertisement

আরও পড়ুন: অপরূপার বিরুদ্ধে সিবিআই-এর হাতে ৪ মাস! নারদ মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাইলট কারে হামলার ঘটনায় ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছেন ১২ জন বিজেপি নেতা কর্মী। গত সোমবার বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহারের নেতৃত্বে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেই রাস্তা অবরোধ ও বিক্ষোভ শুরু হয় বিজেপির। সেই সময় কলকাতা যাওয়ার পথে তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ও পাইলট কার আটকে পড়ে বিজেপির বিক্ষোভে।

advertisement

আরও পড়ুন: ‘৩০০ কোটি…’ প্রাথমিক দুর্নীতিতে চমকে ওঠা রিপোর্ট সিবিআই-এর! জেলে নজরে থাকবেন কুন্তল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সায়ন্তিকাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ, এরপরে বিজেপির বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তিকার গাড়ি ও পাইলট কার ঘুরিয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করলে সায়ন্তিকার পাইলট কারের উপর ঝাঁপিয়ে পড়ে বিজেপির নেতা কর্মীরা। পাইলট কারে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। এর জেরে গাড়ির পিছনের কাচ ভেঙেও যায়। গোটা ঘটনা ঘটেছে বিজেপি সাংসদ ও বিধায়কদের সামনেই। এই ঘটনায় ১২ জন বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার হাজির করা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। এবার একই ধরনের ঘটনার মুখোমুখি হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saumitra Khan: সায়ন্তিকার মতো একই ঘটনার মুখে সৌমিত্র খাঁ, বিজেপি সাংসদকে ঘিরে মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল