‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রের একটা বড় অংশের শ্যুটিং হয়েছিল জয়চণ্ডী পাহাড়ে। সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রের শ্যুটিং হতে দেখেছিলেন এলাকার বহু মানুষ। সত্যজিৎ রায়কে একেবারে সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল তাদের। পেরিয়ে গেছে বহু বছর। পাহাড় ঘেরা হীরের দেশে ‘হীরক রাজার দেশে’ও আজ ইতিহাসের পাতায় বন্দি।
advertisement
কিন্তু আশ্চর্যের বিষয় দীর্ঘ বহু বছর আগেকার এই স্মৃতি আজও এলাকার মানুষজনদের মনে গাঁথা। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে আজও ভুলতে পারেনি রঘুনাথপুর তথা জয়চণ্ডী এলাকার মানুষজন। কারণ ‘হীরক রাজার দেশে’ সিনেমার শ্যুটিং করতে এসে খুব কম সময়ের মধ্যেই রঘুনাথপুর তথা জয়চণ্ডী এলাকার মানুষকে আপন করে নিয়েছিলেন তিনি।
এলাকার মানুষের কথা ‘বড় মানুষের মনটাও বড় হয়! কী নিবিড় ভাবে জয়চন্ডীর মানুষকে বুকে টেনে নিয়েছিলেন ‘মানিক দা’ তা আজও স্মৃতিতে গাঁথা।’
শান্তনু দাস