TRENDING:

পায়ে ফুটবল... বীরভূমের আদিবাসী গ্রামে অন্য মেজাজে তারকা সাংসদ শতাব্দী রায়!

Last Updated:

Satabdi Roy : বীরভূমে আদিবাসী গ্রামে রবিবারের সকালে একেবারে অভিনব মুডে পাওয়া গেল তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বীরভূমে আদিবাসী গ্রামে রবিবারের সকালে একেবারে অভিনব মুডে পাওয়া গেল তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়কে। রবিবার স্থানীয় আদিবাসী গ্রামের ফুটবল প্রতিযোগিতায় যোগ দেন শতাব্দী। শীত শীত সকালে উপভোগ করলেন বীরভূমের আদিবাসী গ্রামের অন্য পরিবেশ।
সাংসদ শতাব্দী রায়
সাংসদ শতাব্দী রায়
advertisement

রবিবার সিউড়ি দুই ব্লকের পুরন্দরপুরের বিডিও অফিস মাঠে পুরন্দরপুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আদিবাসী ফুটবল টুর্নামেন্টে হাজির ছিলেন সাংসদ শতাব্দী রায়। খেলোয়াড়দের সঙ্গে পরিচয় সেরে বলে শট মেরে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন : কখন কামড়ায় 'ডেঙ্গি মশা'? লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ! 'সত্যি' জেনে সতর্ক হন সময় থাকতেই

advertisement

এরইমধ্যে গত বৃহস্পতিবার দুয়ারে সরকার ক্য়াম্পের পরিদর্শনে গিয়ে সিবিআই-ইডি তদন্ত নিয়ে মুখ খোলেন শতাব্দী রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত কন্য়াকে ইডির তলব প্রসঙ্গে শতাব্দী বলেন, এটা একটা প্রসেস। ডাকছে, জিজ্ঞাসা করছে, উত্তর দিচ্ছে। এটা একটি প্রসিডিওর। বার বার ডাকা। টোটালটাই তো রাজনৈতিক। ডাকা বা ইলেকশনের আগে অবধি। এই চাপ তো ২৪ এর আগে আরও বাড়বে। এই স্কেলে আছে। সেটা ওই স্কেলে পৌঁছবে। জানালেন শতাব্দী।

advertisement

আরও পড়ুন : শীতের নতুন স্পেলে ঘূর্ণাবর্তের হুঙ্কার! দোসর পশ্চিমী ঝঞ্ঝা, শক্তিশালী নিম্নচাপ হাড়হিম করবে!

একইসঙ্গে শতাব্দী বলেন, তৃণমূল কোথাও যদি বলে থাপ্পড় মারা উচিত বা এই মারব তবে বিশাল বিশাল মিডিয়ায় বসে যায়। রোজ মেক আপ করে বসে যায়। এটা নাকি তৃণমূলের কালচার। কিন্তু ওদের কালচারটাও বোঝা দরকার। বিজেপি অস্ত্র নিয়ে প্রথম থেকে লড়ছে। ওরা যদি ক্ষমতায় আসে তবে অস্ত্রের ব্যবহার কেমন হবে সেটা এখন থেকে শেখাচ্ছে ওরা। এটাও মানুষের বোঝা দরকার। কতটা সমর্থন করবে বা করবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে গত সপ্তাহেই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে দুর্গাপুরে যান তারকা সাংসদ শতাব্দী রায়। স্থানীয় একটি ক্লাবের পুজোর উদ্বোধন করেন সাংসদ। যদিও মণ্ডপে পৌঁছে সমস্ত রকম রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তিনি পুজোর আনন্দে গা ভাসিয়ে দিয়েছিলেন সেদিন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পায়ে ফুটবল... বীরভূমের আদিবাসী গ্রামে অন্য মেজাজে তারকা সাংসদ শতাব্দী রায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল