কখন কামড়ায় 'ডেঙ্গি মশা'? লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ! 'সত্যি' জেনে সতর্ক হন সময় থাকতেই

Last Updated:
Dengue: ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে। তেমনই বাড়ছে মৃত্যুও। রাজ্যজুড়ে ক্রমশ থাবা বসাচ্ছে এই বিশেষ জ্বর। এই পরিস্থিতিতে বাঁচতে চাইলে ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজন সঠিক সতর্কতা।
1/7
করোনাভাইরাসের ত্রাস কমতে না কমতেই বাড়ছে ডেঙ্গি। ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে। তেমনই বাড়ছে মৃত্যুও। রাজ্যজুড়ে ক্রমশ থাবা বসাচ্ছে এই বিশেষ জ্বর। এই পরিস্থিতিতে বাঁচতে চাইলে ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজন সঠিক সতর্কতা।
করোনাভাইরাসের ত্রাস কমতে না কমতেই বাড়ছে ডেঙ্গি। ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে। তেমনই বাড়ছে মৃত্যুও। রাজ্যজুড়ে ক্রমশ থাবা বসাচ্ছে এই বিশেষ জ্বর। এই পরিস্থিতিতে বাঁচতে চাইলে ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজন সঠিক সতর্কতা।
advertisement
2/7
ডেঙ্গি একটি ভাইরাসজনিত অসুখ। এই রোগের পিছনে রয়েছে এডিস ইজিপ্টাই মশার কামড়। ডেঙ্গির ফলে প্লেটলেট কমে গিয়ে অনেকসময়ই জীবন মরণ-বাঁচন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রে রোগ সম্পর্কে অজ্ঞতা নানা সময়ে এই অসুখকে আরও জটিল করে তোলে।
ডেঙ্গি একটি ভাইরাসজনিত অসুখ। এই রোগের পিছনে রয়েছে এডিস ইজিপ্টাই মশার কামড়। ডেঙ্গির ফলে প্লেটলেট কমে গিয়ে অনেকসময়ই জীবন মরণ-বাঁচন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রে রোগ সম্পর্কে অজ্ঞতা নানা সময়ে এই অসুখকে আরও জটিল করে তোলে।
advertisement
3/7
ডেঙ্গি ভাইরাসের কয়েকটি ভাগ রয়েছে। ডেন ১ থেকে শুরু করে ডেন ২, ডেন ৩, ডে ৪। এই চারটি ভাগ রয়েছে। এবার ডেঙ্গির এই প্রতিটি ভাইরাস নানাভাবে মানুষকে বিপদে ফেলে। সেক্ষেত্রে ভাইরাসের প্রতিটি ভাগই সমস্যার কারণ। তবে উদাসীন থাকার কারণে এই বিষয়টির দিকে মানুষের তেমন সচেতনতা নেই।
ডেঙ্গি ভাইরাসের কয়েকটি ভাগ রয়েছে। ডেন ১ থেকে শুরু করে ডেন ২, ডেন ৩, ডে ৪। এই চারটি ভাগ রয়েছে। এবার ডেঙ্গির এই প্রতিটি ভাইরাস নানাভাবে মানুষকে বিপদে ফেলে। সেক্ষেত্রে ভাইরাসের প্রতিটি ভাগই সমস্যার কারণ। তবে উদাসীন থাকার কারণে এই বিষয়টির দিকে মানুষের তেমন সচেতনতা নেই।
advertisement
4/7
উপসর্গ : চিকিৎসকদের মতে, এই অসুখ থাকলে জ্বর, গায়ে ব্যথা, চোখের পিছনে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, Rash ইত্যাদি লক্ষণ দেখা যায়। এছাড়াও ডেঙ্গি হেমারেজিক ফিভারে রক্তপাত হয়। তবে মাথায় রাখতে হবে যে ডেঙ্গি জ্বরের সময়ে দ্রুত চিকিৎসা দরকার। আর ডেঙ্গি রোগীর খাবারের দিকে নজর দিতে হবে।
উপসর্গ : চিকিৎসকদের মতে, এই অসুখ থাকলে জ্বর, গায়ে ব্যথা, চোখের পিছনে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, Rash ইত্যাদি লক্ষণ দেখা যায়। এছাড়াও ডেঙ্গি হেমারেজিক ফিভারে রক্তপাত হয়। তবে মাথায় রাখতে হবে যে ডেঙ্গি জ্বরের সময়ে দ্রুত চিকিৎসা দরকার। আর ডেঙ্গি রোগীর খাবারের দিকে নজর দিতে হবে।
advertisement
5/7
​ডেঙ্গি মশা কখন কামড়ায়? বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, এডিস ইজিপ্টাই মশা অর্থাৎ ডেঙ্গি মশা কামড়ানোর কোনও নির্দিষ্ট সময় নেই। দিনের যে কোনও সময় এই মশা কামড়াতে পারে। তবে মানুষ ভাবেন শুধু দিনেরবেলায় এই মশা কামড়ায়। এই ধারণা একদম ভুল। আসলে ম্যালেরিয়ার মশা সাধারণত রাতে কামড়ায় তাই তার পরিপ্রেক্ষিতেই ডেঙ্গি মশাও সকালে কামড়ায় বলে একটা ধারণা তৈরি হয়েছে। যদিও এর কোনও বাস্তবতা নেই। তাই অহেতুক সকাল বা বিকাল হিসাবে ডেঙ্গি মশাকে ভাগ করার কোনও যৌক্তিকতা নেই।
​ডেঙ্গি মশা কখন কামড়ায়? বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, এডিস ইজিপ্টাই মশা অর্থাৎ ডেঙ্গি মশা কামড়ানোর কোনও নির্দিষ্ট সময় নেই। দিনের যে কোনও সময় এই মশা কামড়াতে পারে। তবে মানুষ ভাবেন শুধু দিনেরবেলায় এই মশা কামড়ায়। এই ধারণা একদম ভুল। আসলে ম্যালেরিয়ার মশা সাধারণত রাতে কামড়ায় তাই তার পরিপ্রেক্ষিতেই ডেঙ্গি মশাও সকালে কামড়ায় বলে একটা ধারণা তৈরি হয়েছে। যদিও এর কোনও বাস্তবতা নেই। তাই অহেতুক সকাল বা বিকাল হিসাবে ডেঙ্গি মশাকে ভাগ করার কোনও যৌক্তিকতা নেই।
advertisement
6/7
​ডেঙ্গি মশার শরীরে ভাইরাস আসে কী করে? চিকিৎসকদের মতে, এটা একটা চক্রাকার পদ্ধতিতে ঘটতে থাকে। আসলে আমাদের মধ্যে প্রচুর মানুষ ডেঙ্গি আক্রান্ত। এবার এই এডিস মশা সেই মানুষকে কামড়ায়। তারপর সেই মশার শরীরে প্রবেশ করে ভাইরাস। এবার সেই মশা আবার কোনও সুস্থ মানুষকে কামড়াতে পারে। সেক্ষেত্রে রোগ ছড়িয়ে যায় সুস্থ মানুষের মধ্যে। এভাবে একজন থেকে অপরজনে ছড়িয়ে যায় রোগটি। তাই সতর্ক থাকার চেষ্টা করতে হবে।
​ডেঙ্গি মশার শরীরে ভাইরাস আসে কী করে? চিকিৎসকদের মতে, এটা একটা চক্রাকার পদ্ধতিতে ঘটতে থাকে। আসলে আমাদের মধ্যে প্রচুর মানুষ ডেঙ্গি আক্রান্ত। এবার এই এডিস মশা সেই মানুষকে কামড়ায়। তারপর সেই মশার শরীরে প্রবেশ করে ভাইরাস। এবার সেই মশা আবার কোনও সুস্থ মানুষকে কামড়াতে পারে। সেক্ষেত্রে রোগ ছড়িয়ে যায় সুস্থ মানুষের মধ্যে। এভাবে একজন থেকে অপরজনে ছড়িয়ে যায় রোগটি। তাই সতর্ক থাকার চেষ্টা করতে হবে।
advertisement
7/7
​ভাইরাস শরীরে প্রবেশ করার কতদিন পরে রোগ লক্ষণ দেখা দেয়? ডেঙ্গি রোগীর শরীরে ভাইরাস প্রবেশের পর তা নিজের সংখ্যা বাড়ায়। তারপর রোগের লক্ষণ দেখা দিতে থাকে। এক্ষেত্রে ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে সাতদিনের মাথায় শরীরে রোগ লক্ষণ দেখা দিতে শুরু করে। তাই নিজে সতর্ক থাকুন। এভাবেই বাঁচতে পারবেন। আর লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।
​ভাইরাস শরীরে প্রবেশ করার কতদিন পরে রোগ লক্ষণ দেখা দেয়? ডেঙ্গি রোগীর শরীরে ভাইরাস প্রবেশের পর তা নিজের সংখ্যা বাড়ায়। তারপর রোগের লক্ষণ দেখা দিতে থাকে। এক্ষেত্রে ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে সাতদিনের মাথায় শরীরে রোগ লক্ষণ দেখা দিতে শুরু করে। তাই নিজে সতর্ক থাকুন। এভাবেই বাঁচতে পারবেন। আর লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।
advertisement
advertisement
advertisement