কখন কামড়ায় 'ডেঙ্গি মশা'? লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ! 'সত্যি' জেনে সতর্ক হন সময় থাকতেই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dengue: ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে। তেমনই বাড়ছে মৃত্যুও। রাজ্যজুড়ে ক্রমশ থাবা বসাচ্ছে এই বিশেষ জ্বর। এই পরিস্থিতিতে বাঁচতে চাইলে ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজন সঠিক সতর্কতা।
advertisement
advertisement
advertisement
advertisement
ডেঙ্গি মশা কখন কামড়ায়? বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, এডিস ইজিপ্টাই মশা অর্থাৎ ডেঙ্গি মশা কামড়ানোর কোনও নির্দিষ্ট সময় নেই। দিনের যে কোনও সময় এই মশা কামড়াতে পারে। তবে মানুষ ভাবেন শুধু দিনেরবেলায় এই মশা কামড়ায়। এই ধারণা একদম ভুল। আসলে ম্যালেরিয়ার মশা সাধারণত রাতে কামড়ায় তাই তার পরিপ্রেক্ষিতেই ডেঙ্গি মশাও সকালে কামড়ায় বলে একটা ধারণা তৈরি হয়েছে। যদিও এর কোনও বাস্তবতা নেই। তাই অহেতুক সকাল বা বিকাল হিসাবে ডেঙ্গি মশাকে ভাগ করার কোনও যৌক্তিকতা নেই।
advertisement
ডেঙ্গি মশার শরীরে ভাইরাস আসে কী করে? চিকিৎসকদের মতে, এটা একটা চক্রাকার পদ্ধতিতে ঘটতে থাকে। আসলে আমাদের মধ্যে প্রচুর মানুষ ডেঙ্গি আক্রান্ত। এবার এই এডিস মশা সেই মানুষকে কামড়ায়। তারপর সেই মশার শরীরে প্রবেশ করে ভাইরাস। এবার সেই মশা আবার কোনও সুস্থ মানুষকে কামড়াতে পারে। সেক্ষেত্রে রোগ ছড়িয়ে যায় সুস্থ মানুষের মধ্যে। এভাবে একজন থেকে অপরজনে ছড়িয়ে যায় রোগটি। তাই সতর্ক থাকার চেষ্টা করতে হবে।
advertisement
ভাইরাস শরীরে প্রবেশ করার কতদিন পরে রোগ লক্ষণ দেখা দেয়? ডেঙ্গি রোগীর শরীরে ভাইরাস প্রবেশের পর তা নিজের সংখ্যা বাড়ায়। তারপর রোগের লক্ষণ দেখা দিতে থাকে। এক্ষেত্রে ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে সাতদিনের মাথায় শরীরে রোগ লক্ষণ দেখা দিতে শুরু করে। তাই নিজে সতর্ক থাকুন। এভাবেই বাঁচতে পারবেন। আর লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।