West Bengal Weather Update: শীতের নতুন স্পেলে ঘূর্ণাবর্তের হুঙ্কার! দোসর পশ্চিমী ঝঞ্ঝা, শক্তিশালী নিম্নচাপ হাড়হিম করবে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
advertisement
advertisement
হাওয়া অফিস জানাচ্ছে, "সকালে ও সন্ধ্যায় বেশ কয়েক ঘণ্টা শীতের আমেজ থাকবে কলকাতাতে। তবে বেলা বাড়লে সেই আমেজ উধাও হবে। আজও দিনের তাপমাত্রা কলকাতার স্বাভাবিকের থেকে বেশি বাতাসে জলীয় বাষ্প রয়েছে আগামিকাল সকালে হালকা কুয়াশা বা শিশিরের দেখা মিলতে পারে। আগামিকাল পরিষ্কার আকাশ রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।
advertisement
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯১ শতাংশ। অংশত মেঘলা আকাশ ছিল আজ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা ২১ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে আগামী ২৪ ঘণ্টাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
advertisement
advertisement
advertisement
আগামিকাল সকালে বেশ কিছু জেলাতে তাপমাত্রা ও জলীয় বাষ্পের কারণে কুয়াশা বা শিশিরের দেখা মিলতে পারে। কাল থেকেই উত্তর-পশ্চিমে হাওয়াতে তাপমাত্রা কমতে শুরু করবে রাজ্যের বিভিন্ন জেলাতে কোথাও দুই ডিগ্রি কোথাও চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আগামী তিন চার দিনের মধ্যে। শুষ্ক ও উত্তর পশ্চিমের শীতল বাতাসে শীতের আমেজ ও মনোরম পরিবেশ রাজ্যজুড়ে।
advertisement
advertisement
ইতিমধ্যেই যে নিম্নচাপ তৈরি হয়েছিল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সেটি আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব শ্রীলংকা উপকূলে। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে প্রথমে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলের দিকে যাবে আগামীকাল শনিবার সকালে তারপর তামিলনাড়ু উপকূল পেরিয়ে এটি উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে কেরালা উপকূলে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরের অবস্থান করবে, রবিবার ১৩ নভেম্বর।
advertisement
advertisement
advertisement