মূলত সত্যজিৎ রায়ের কালজয়ী এই সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এহেন থিম বলে মত উদ্যোক্তাদের। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। বাতিল ইট ও টালি খোদাই করে গড়ে তোলা হচ্ছে দেবী প্রতিমা। মণ্ডপ চত্বর সাজিয়ে তোলা হচ্ছে আসল গাছ ও অন্যান্য অতি সাধারণ সামগ্রী দিয়ে।
advertisement
এই দেবী প্রতিমা তৈরি করছেন অরিজিৎ গঙ্গোপাধ্যায় নামে এক শিল্পী। তাঁর কথায় একটি ইট দিয়ে শুধু কংক্রিটের বাড়ি তৈরি হয় না। ইটের ওপর খোদাই করে সুন্দর শিল্প তুলে ধরা যায়। মূলত, প্রাচীন শহর কালনার বিভিন্ন প্রাচীন মন্দিরের কথা মাথায় রেখেই এহেন উপায় অবলম্বন করেছেন শিল্পী অরিজিৎ গাঙ্গুলী। এই প্রসঙ্গে তাঁর মত, ইট দিয়ে শুধু ইমারত নয়, আরও অনেক শিল্পকর্ম ফুটিয়ে তোলা যায়। আর ইটের যুগে টালি হারিয়ে গেছে , সেই কারণে টালি রাখা হয়েছে। তবে যেহেতু পুজো, সে কারণে মাটির প্রতিমাও থাকবে মণ্ডপের মধ্যে।
আরও পড়ুন : আচমকাই অঢেল টাকা হাতে! হতে পারে বাড়ি, গাড়ি! সরস্বতী পুজোয় ৩ রাশির কপালে বাম্পার সুখের জ্যাকপট
প্রসঙ্গত, ক্লাবের তরফে জানানো হয়েছে এই মণ্ডপসজ্জার জন্য কোনও গাছ কাটা হয়নি। সমস্ত গাছকে অক্ষুন্ন রেখেই মন্ডপ চত্বর সাজিয়ে তোলা হয়েছে। তারা আরও জানিয়েছেন দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টাতেই তারা তাদের এবারের থিম তুলে ধরেছেন। ভূতের রাজা দিল বর থিমের মধ্যে দিয়ে সত্যজিৎ রায়কে সম্মান জানানোর পাশাপাশি, প্রকৃতিকে রক্ষা করার বার্তাও দিতে চেয়েছেন তারা। সবমিলিয়ে, এবারের সরস্বতী পুজোয় কালনাবাসীর কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র বীণাপাণি সংঘের পুজো মণ্ডপ।