আরও পড়ুন: এই সরস্বতী বাজেটে টেক্কা দিচ্ছে মা দুর্গা’কে!
হুগলি জেলার এই সরস্বতী পুজোয় এবার থিম হিসেবে তুলে ধরা হয়েছে পুরাতন ঠাকুরদালান। ১৩ বছর ধরে সরস্বতী পুজো করে আসছেন ক্লাবের সদস্যরা। তবে প্রতিমা রয়েছে সাবেক রূপেই। মণ্ডপ ভাবনাতে তাঁরা পরিবর্তন এনেছেন। এই থিমের সরস্বতী মণ্ডপ দেখার জন্য ভিড় করছেন বহু মানুষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রত্যন্ত গ্রামের সরস্বতী পুজোতেও এবার থিমের চমক দেখা যাচ্ছে। সকাল-সকাল অঞ্জলি দিয়ে মণ্ডপমুখো হয়েছে কিশোর-কিশোরী কিংবা সদ্য তরুণ-তরুণীরা। শিরশিরে হাওয়া আর মিঠে রোদ গায়ে মেখে যৌবনের উত্তাপের ছোঁয়াও নিয়েছে কেউ কেউ। এদিকে সরস্বতী পুজোয় এমন থিম বেছে নেওয়ার কারণ জানতে গিয়ে উদ্যোক্তারা বলেন, এই পুরাতন বাড়িগুলো হারাতে বসেছে। তাই সেই সমস্ত পুরাতন জিনিসগুলো ফিরিয়ে আনতে, সেগুলো কেমন ছিল তা আজকের প্রজন্মের সামনে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুভজিৎ ঘোষ