পুরোহিত নয় এই স্কুলের সংস্কৃতি শিক্ষকা বসন্তী পঞ্চমীতে পুজো করলেন আর সাহায্য করলেন অনান্য শিক্ষিকারাই। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ওই শিক্ষিকা পুজো করলেন। যা দেখে আপ্লুত প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অনন্য শিক্ষকা ও ছাত্রীরা। রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রতি বছর পুরোহিত দিয়েই সরস্বতী পুজো করানো হয় এই স্কুলে ৷ স্কুল কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল আগামী বছর থেকে নিজেরাই এই পুজো করানোর ৷
advertisement
যা বিভিন্ন ক্ষেত্রে মহিলা পুরোহিত দিয়ে যদি বিয়ে কাজ সম্পন্ন করা যায় তাহলে কেন স্কুলের এই পুজোর স্কুলের শিক্ষিকারা করতে পারবেন না তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।তাই আমাদের সংস্কৃতির শিক্ষিকা সেই দায়িত্ব পালন করলেন। আগামীদিনেও আমরাই নিজেরাই পুজো করব। এদিন মূল পুজো করেন সংস্কৃত বিভাগের অর্পিতা বৈদ্য তিনি বলেন আমি সংস্কৃতের শিক্ষিকা ফলে সংস্কৃত শ্লোকে আমার জানাই ছিল এবং আমরা বাকি শিক্ষিকা মিলে এই পুজো সাহায্য করে। পড়ুয়ারাও যথেষ্ট উৎসাহ পেয়েছে পুরো বিষয়টিতে।
সুমন সাহা





