TRENDING:

Saraswati Puja 2024:  সংস্কৃত শিক্ষিকার হাতেই পুজো হল মা সরস্বতীর! স্কুলে এক অন্য ছবি! দেখুন ভিডিও

Last Updated:

Saraswati Puja 2024: সরস্বতী পুজোর দিন স্কুলের পুজোতে ধরা পড়ল এক অন্য ছবি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হিন্দু ধর্ম মতে দেবী সরস্বতী বিদ্যার দেবী। দেবী সরস্বতী শিক্ষার আলো বিতরণ করেন, তাই তার হাতে দেখা যায় বই। ছাত্রছাত্রীদের কাছে মাতা সরস্বতী বিদ‍্যার দেবী। সরস্বতী পূজা যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত, একটি প্রাণবন্ত এবং আনন্দের উৎসব যা সারা ভারত জুড়ে পালিত হয় বিদ্যা, সঙ্গীত, শিল্পকলা এবং জ্ঞানের দেবী সরস্বতীকে সম্মান জানাতে আয়োজন করা হয় । সরস্বতী পুজোর দিন অভিনভ পন্থা নজির তৈরি গড়লেন গড়ফা ডি এন এম গার্লস হাই স্কুল।
advertisement

পুরোহিত নয় এই স্কুলের সংস্কৃতি শিক্ষকা বসন্তী পঞ্চমীতে পুজো করলেন আর সাহায্য করলেন অনান্য শিক্ষিকারাই। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ওই শিক্ষিকা পুজো করলেন। যা দেখে আপ্লুত প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অনন্য শিক্ষকা ও ছাত্রীরা। রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রতি বছর পুরোহিত দিয়েই সরস্বতী পুজো করানো হয় এই স্কুলে ৷ স্কুল কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল আগামী বছর থেকে নিজেরাই এই পুজো করানোর ৷

advertisement

আরও পড়ুন:  বদলাচ্ছে আবহাওয়া! জল বসন্ত-গুটি বসন্ত থেকে সাবধান! পক্স হলে আমিষ না নিরামিষ খাবেন? জানুন চিকিৎসকের মত

যা বিভিন্ন ক্ষেত্রে মহিলা পুরোহিত দিয়ে যদি বিয়ে কাজ সম্পন্ন করা যায় তাহলে কেন স্কুলের এই পুজোর স্কুলের শিক্ষিকারা করতে পারবেন না তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।তাই আমাদের সংস্কৃতির শিক্ষিকা সেই দায়িত্ব পালন করলেন। আগামীদিনেও আমরাই নিজেরাই পুজো করব। এদিন মূল পুজো করেন সংস্কৃত বিভাগের অর্পিতা বৈদ্য তিনি বলেন আমি সংস্কৃতের শিক্ষিকা ফলে সংস্কৃত শ্লোকে আমার জানাই ছিল এবং আমরা বাকি শিক্ষিকা মিলে এই পুজো সাহায্য করে। পড়ুয়ারাও যথেষ্ট উৎসাহ পেয়েছে পুরো বিষয়টিতে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024:  সংস্কৃত শিক্ষিকার হাতেই পুজো হল মা সরস্বতীর! স্কুলে এক অন্য ছবি! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল