Pox: বদলাচ্ছে আবহাওয়া! জল বসন্ত-গুটি বসন্ত থেকে সাবধান! পক্স হলে আমিষ না নিরামিষ খাবেন? জানুন চিকিৎসকের মত
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Pox: পক্স হলে ভয়ের কিছু নেই! মানুন এই কয়েকটি নিয়ম! চট করে সুস্থ হবেন!
পশ্চিম মেদিনীপুর: ইতিমধ্যে শীতের বিদায় ঘণ্টি বেজে গিয়েছে। বঙ্গ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। তবে এই সময় শিশু থেকে বৃদ্ধ সকলেই নানাবিধ রোগে আক্রান্ত হয়। আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, কাশি এমনকি জল বসন্ত, গুটি বসন্তের মতো রোগ দেখা যায়। এই ধরনের রোগ- অসুখ হলে কী কী ধরনের সাবধানতা অবলম্বন প্রয়োজন তা সবিস্তারে তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক আশিস মণ্ডল।
মূলত আবহাওয়া পরিবর্তনের সময় শিশু থেকে বৃদ্ধ সকলেই জ্বরে আক্রান্ত হন। এছাড়াও কাশি সহ নানাবিধ রোগ দেখা যায়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ, আবহাওয়া পরিবর্তনের সময় গা ঢাকা পোশাক পরতে হবে। যাতে ঠান্ডা না লাগে সেদিকে নজর দিতে হবে।
advertisement
advertisement
এছাড়াও এই সময় বসন্তের প্রভাব লক্ষ্য করা যায়। গুটি বসন্ত, জল বসন্তে আক্রান্ত হয় শুধুমাত্র আবহাওয়া পরিবর্তনের কারণে। স্বাভাবিকভাবে বসন্ত বা হামে আক্রান্ত হলে আক্রান্তদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তার থাকার জায়গায় পরিষ্কার রাখা এমনকি বেশি জনের সংস্পর্শে না আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বসন্ত হলে সহজপাচ্য প্রোটিনযুক্ত খাবার খেতে হবে।
প্রসঙ্গত পুরনো দিনে সকলেই মনে করত বসন্ত হলে নিরামিষ জাতীয় খাবার খেতে হবে। তবে চিকিৎসক বলেন সহজ পাঠ্য প্রোটিনযুক্ত খাবার মাছ ডিম দুধ খাওয়া প্রয়োজন।স্বাভাবিকভাবে বেশ কিছু সাবধানতা অবলম্বন করলে এই সময় সুস্থ রাখা যাবে নিজেকে।
advertisement
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2024 5:32 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pox: বদলাচ্ছে আবহাওয়া! জল বসন্ত-গুটি বসন্ত থেকে সাবধান! পক্স হলে আমিষ না নিরামিষ খাবেন? জানুন চিকিৎসকের মত








