আরও পড়ুন: সৃজনশীল শিল্প সৃষ্টির লাইভ প্রদর্শন! গ্রামের শিল্প মেলায় মানুষের ঢল
সেইসঙ্গে মণ্ডপের চারধারে পাড়ার ছেলেমেয়েদের আঁকা টাঙিয়ে প্রদর্শনীর’ও দেখা মেলে বহু জায়গায়। তবে সম্প্রতি সেই চিত্রটা খানিকটা হলেও বদলেছে। দুর্গাপুজো, কালী পুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। সেই ধারাবাহিকতা মেনেই এবার সুন্দরবন এলাকায় সরস্বতী পুজোর মণ্ডপ সেজে উঠল অযোধ্যার রাম মন্দিরের থিমে।
advertisement
থিমের রমরমা দুর্গাপুজোয় বহু বছর ধরেই দেখা যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে কালীপুজোতেও দেখা যাচ্ছে থিমের পুজো। তবে সরস্বতী পুজোতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের মামুদপুরে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামের নামে তৈরি করা বিশাল মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই রাম মন্দিরের আদলে সরস্বতী পুজোর থিমে সেজে উঠল হিঙ্গলগঞ্জের মামুদপুরের নেতাজি সংঘের পুজো। রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হওয়ায় সুন্দরবন তথা বসিরহাট এলাকার মানুষ রাম মন্দিরের রেপ্লিকা দেখতে পাবেন। উল্লেখ্য উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চলের মামুদপুরের একাধিক ক্লাব বেশ ঘটা করেই সরস্বতী পুজো উদযাপন করে। তার মধ্যেই এবারে নজর কেড়েছে নেতাজী সংঘের এবারের সরস্বতী পুজোর থিম। তবে এবারই প্রথম নয়, গত বেশ কয়েক বছর ধরে মামুদপুরের নেতাজী সংঘ সরস্বতী পুজোয় চমক দিয়ে চলেছে।
জুলফিকার মোল্লা