আরও পড়ুন: ‘লিখব আমিও’, এক অভিনব আয়োজন
গত কয়েক বছর ধরেই আসানসোলের এই ক্লাবের পুজো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে আশপাশের এলাকার পড়ুয়া, কচিকাঁচা, যুবক-যুবতীদের সরস্বতী পুজোর ডেস্টিনেশন হয়ে উঠেছে এই জায়গাটি। চলতি বছরে তাঁদের পুজোর বাজেট ৬ লক্ষ টাকারও বেশি। এই মণ্ডপের প্রতিমা তৈরি হয়েছে সাবেকিয়ানা ধাঁচে। প্রতিমা তৈরি করেছেন মহিশিলার শিল্পী। অন্যদিকে দীপ চ্যাটার্জি সাজিয়ে তুলেছেন এই মণ্ডপটি।
advertisement
পুজোর আয়োজনে কোনওরকম খামতি রাখতে চাননি উদ্যোক্তারা। তবুও কিছুটা চিন্তার মধ্যেই রয়েছেন আয়োজকরা। বিশেষ করে আবহাওয়ার খামখেয়ালিপনা, মুখ ভার করে থাকা আকাশ চিন্তায় রেখেছে উদ্যোক্তাদের। তাছাড়াও উদ্যোক্তারা মনে করছেন যেহেতু সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে, ফলে চলতি বছরে পড়ুয়াদের আনাগোনা কিছুটা হলেও কম হবে। তবে সবাইকে অংশগ্রহণ করা এবং আনন্দ করার জন্য আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে নানারকম থিম এই ক্লাবের উদ্যোক্তারা উপহার দিয়ে আসছেন শহরবাসীকে। দুর্গাপুজো, কালীপুজোয় থিমের আধিক্য দেখা গেলেও, সরস্বতী পুজোয় বড় আকারের থিম বিশেষ দেখা যায় না। জেলায় যে কয়েকটি ক্লাবের উদ্যোগে থিমের মণ্ডপ সরস্বতী পুজোয় তৈরি করা হয়, তার মধ্যে আসানসোলের এই ক্লাব অন্যতম। আর এ বছর তাঁরা রঙে রঙে মিলিয়ে দিয়েছেন মণ্ডপ। আর সেখানেই আরাধনা শুরু হয়েছে বিদ্যদেবীর। পাশাপাশি মণ্ডপ চত্বরেই আট দিনের একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে।
নয়ন ঘোষ