আরও পড়ুন: সবদিক থেকেই বাগদেবীর আশীর্বাদ বঞ্চিত রাজেন্দ্রর হাতেই চিন্ময়ী হন দেবী সরস্বতী
সরস্বতী পুজোয় কুলের ব্যাপক চাহিদা থাকে। কিন্তু দিন পনেরো আগেও পূর্বস্থলীর কুল চাষিরা কুলের সঠিক দাম পাচ্ছিলেন না। ঠিক দাম না পাওয়ায় খুবই চিন্তায় ছিলেন চাষিরা। মূলত আবহাওয়া জনিত কারণেই কুলের দাম অত্যন্ত কম ছিল। আসছিলেন না বাইরের পাইকাররাও। এই অবস্থায় ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল কৃষকদের মধ্যে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
১ বিঘা জমিতে কুল চাষের খরচ প্রায় ৩৫ হাজার টাকা। কিন্তু ফলন ভাল হলেও চাহিদা কম থাকায় দাম উঠছিল না। ফলে সরস্বতী পুজোয় চাষিরা কুলের সঠিক দাম পাবেন কিনা তা নিয়ে ব্যাপক চিন্তা তৈরি হয়েছিল। আশঙ্কা করেছিলেন সরস্বতী পুজোতেও হয়তো কুলের সঠিক দাম পাওয়া যাবে না। কিন্তু সরস্বতী পুজোর ঠিক আগে চাষিদের সেই আশঙ্কা দূর হল। জানা গিয়েছে সরস্বতী পুজোর আগে পূর্বস্থলী এলাকার চাষিদের কুল বাজারে বেশ ভাল দামে বিক্রি হচ্ছে। বলরাম মণ্ডল নামে এক কুল চাষি বলেন, গতবছর কুলের খুবই খারাপ বাজার গিয়েছিল। কিন্তু এইবছর প্রচুর কুল বিক্রি হয়েছে । গতবছরের তুলনায় এবছর কুলের বাজার অনেক ভাল রয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী