আরও পড়ুন: এই সরস্বতী বাজেটে টেক্কা দিচ্ছে মা দুর্গা’কে!
তবে এই পুরুলিয়া জেলায় এমন একটি জায়গা আছে যেখানে বিশেষভাবে পূজিত হন বাগদেবী। জেলার বিভিন্ন জায়গায় বেশ জাঁকজমকের সঙ্গে সরস্বতী পুজো হতে দেখা যায়। সুফল পল্লির রয়াল ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে এক দুর্দান্ত থিমের পুজো। এবছর তাঁদের থিম স্বর্গলোক। এখানে চমক রয়েছে দেবীর বাহনে। ১৮ ফুটের হাঁস দেখতে ভিড় করছেন বহু মানুষ।
advertisement
এই বিষয়ে পুজো উদ্যোক্তাদের দাবি, প্রতিবছরই তাঁদের সরস্বতী পুজোয় নানা চমক থাকে। এ-বছরও সেই চেষ্টায় কোনও ব্যতিক্রম হয়নি। পুজোর থিম ছাড়াও বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্নকুটের ব্যবস্থা রয়েছে এই পুজোয়। বহু মানুষ ভিড় জমাচ্ছেন। মঙ্গলবার এই মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের নিত্যাশুদ্ধানন্দ মহারাজ, স্থানীয় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিশঙ্কর দাস সহ অন্যানরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি