TRENDING:

Saraswati Puja 2024: বিরাট রাজহাঁস! এতেই কি স্বর্গ থেকে মর্তে নেমে এলেন দেবী

Last Updated:

তবে এই পুরুলিয়া জেলায় এমন একটি জায়গা আছে যেখানে বিশেষভাবে পূজিত হন বাগদেবী। জেলার বিভিন্ন জায়গায় বেশ জাঁকজমকের সঙ্গে সরস্বতী পুজো হতে দেখা যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বাঙালির আবেগ সরস্বতী পুজো‌। বাগদেবীর আরাধনার মেতে উঠবে গোটা রাজ্য। রাজ্যের বিভিন্ন জেলাতে মহা ধুমধামের সঙ্গে পালিত হবে সরস্বতী পুজো। সারাটা বছর পড়ুয়ারা অপেক্ষা করে থাকেন মা সরস্বতীর আরাধনার জন্য। সকাল সকাল স্নান সেরে শাড়ি অথবা পাঞ্জাবি পরে ছোট ছোট শিশু থেকে স্কুল-কলেজের ছেলেমেয়েদের দেখা যায় সরস্বতী পুজোর মণ্ডপে ভিড় করতে‌।‌
advertisement

আরও পড়ুন: এই সরস্বতী বাজেটে টেক্কা দিচ্ছে মা দুর্গা’কে!

তবে এই পুরুলিয়া জেলায় এমন একটি জায়গা আছে যেখানে বিশেষভাবে পূজিত হন বাগদেবী। জেলার বিভিন্ন জায়গায় বেশ জাঁকজমকের সঙ্গে সরস্বতী পুজো হতে দেখা যায়। সুফল পল্লির রয়াল ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে এক দুর্দান্ত থিমের পুজো। এবছর তাঁদের থিম স্বর্গলোক। এখানে চমক রয়েছে দেবীর বাহনে। ১৮ ফুটের হাঁস দেখতে ভিড় করছেন বহু মানুষ।

advertisement

এই বিষয়ে পুজো উদ্যোক্তাদের দাবি, প্রতিবছরই তাঁদের সরস্বতী পুজোয় নানা চমক থাকে। এ-বছরও সেই চেষ্টায় কোনও ব্যতিক্রম হয়নি। পুজোর থিম ছাড়াও বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্নকুটের ব্যবস্থা রয়েছে এই পুজোয়। বহু মানুষ ভিড় জমাচ্ছেন। মঙ্গলবার এই মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের নিত্যাশুদ্ধানন্দ মহারাজ, স্থানীয় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিশঙ্কর দাস সহ অন্যানরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: বিরাট রাজহাঁস! এতেই কি স্বর্গ থেকে মর্তে নেমে এলেন দেবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল