বেশ কিছু দিন ধরে খড়দহ বন্দিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতর থেকে পানীয় জল সরবরাহকারী লোহার ও প্লাস্টিকের পাইপ ও কল চুরি যাচ্ছিল। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তাঁরা নজর রাখতে শুরু করেন। সেই সঙ্গেই বন্দিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে রহড়া থানায় বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ জানানো হয়।
আরও পড়ুনঃ আসানসোলেই এবার মায়াপুর ISKCON মন্দির! হয়ে গেল উদ্বোধন, ছবিতে রইল ভিতরের ঝলক
advertisement
অবশেষে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের এক সাফাইকর্মীকে জলের পাইপ চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলেন বন্দিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। ধৃত সাফাইকর্মীর নাম ফজরুল হক। তাঁকে রহড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্রের সাফাইকর্মী হিসেবে কাজ করতেন ফজরুল। তবে কাজে ফাঁকি দিয়ে তিনি এইভাবে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের জলের পাইপলাইনের সরঞ্জাম চুরি করে বিক্রি করে দিতেন বলে অভিযোগ। এবার হাতেনাতে ধরা পড়লেন তিনি। ফজরুলকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ।