আসানসোলেই এবার মায়াপুর ISKCON মন্দির! হয়ে গেল উদ্বোধন, ছবিতে রইল ভিতরের ঝলক
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Mayapur ISKCON Temple in Asansol: শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে
<strong>পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজাঃ</strong> মায়াপুর ইসকন মন্দির দেখার শখ অনেকের। তবে এখনও বহু মানুষ সেখানে যেতে পারেননি। এবার তাঁদের জন্যই সুবর্ণ সুযোগ! আসানসোলে বসেই মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি গণেশ পুজোর মণ্ডপের দর্শন হয়ে যাবে। এর জন্য আসানসোল ট্রাফিক কলোনির গণেশ চতুর্থীর পুজো মণ্ডপে আসতে হবে। এই পুজো এবার ২৩তম বর্ষে পদার্পণ করছে। আসানসোল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এই পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গণেশ চতুর্থী উপলক্ষে আসানসোল টাইগার ক্লাবের পক্ষ থেকে ২৭ তারিখ থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিন অঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হবে। দ্বিতীয় দিন ভজন কীর্তন ও ক্যুইজ কম্পিটিশনের পাশাপাশি টাইগার মেগার ডান্স প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তৃতীয়দিন খিচুড়ি ভোগ ও রাতে সংগীত সন্ধ্যার আয়োজন থাকবে। চতুর্থদিন প্রতিমা নিরঞ্জন। ক্লাবের সদস্য নিখিল সিং বলেন, 'আমরা একত্রিত হয়ে কাজ করে এই থিম ফুটিয়ে তুলেছি। আমরা প্রত্যেক বছর বিভিন্ন থিমের পুজো করে থাকি। এই বছর মায়াপুর ইসকন মন্দিরের আদলে মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে। এই কয়েকটা দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি'। (ছবি ও তথ্যঃ রিন্টু পাঁজা)








