কল্যাণী গয়েশপুর পৌরসভার গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কোয়ার্টারে থাকা সঙ্গীতা বাসফোর গয়েশপুরের গর্ব। সঙ্গীতার মা গান্ধী হাসপাতালে সাফাই কর্মী, ছোট থেকেই খেলাধুলায় ভাল ছিলেন সঙ্গীতা। উৎসাহ দিতেন তাঁর মা। অতি সাধারণ পরিবারের মেয়ে সঙ্গীতা নিজের চেষ্টাতেই আজ ভারতীয় দলের মুখ উজ্জ্বল করেছে।
আরও পড়ুন- মাঠের বাইরেও চালিয়ে খেলছেন বৈভব! ইংল্যান্ডে ২ কিশোরীর সঙ্গে ছবি ভাইরাল! জেনে নিন বিস্তারিত
advertisement
এই খবর আসার পরে আনন্দে ভেসে উঠেছে বাড়ির সকলে। বর্তমানে সংগীতা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এসএসবিতে কর্মরত রয়েছে। মেয়ের বাড়িতে আসার অপেক্ষায় সঙ্গীতার মা এবং স্থানীয় প্রতিবেশীরা।
আজ থেকে এক যুগ আগেও মনে করা হত মেয়েরা শুধুমাত্র গৃহস্থালির কাজই করেন। কিন্তু সেসব আজ অতীত, মেয়েরা যে ঘরে-বাইরে দুদিকেই দশভূজা হয়ে সবটা সামলাতে পারেন, তা আমরা রাজ্যের কোণায় কোণায় আজ সংবাদমাধ্যমের দৌলতে জানতে পারি। তেমনই এক জ্বলন্ত উদাহরণ কল্যাণীর সঙ্গীতা। তিনি এখন গোটা দেশের গৌরব। তাঁর জোড়া গোলে ইতিহাস লিখল ভারতীয় দল।
Mainak Debnath