Vaibhav Suryavanshi: মাঠের বাইরেও চালিয়ে খেলছেন বৈভব! ইংল্যান্ডে ২ কিশোরীর সঙ্গে ছবি ভাইরাল! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন ভারতের 'ওয়ান্ডার বয়' বৈভব সূর্যবংশী। বর্তমানে অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছেন বৈভব।
মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন ভারতের ‘ওয়ান্ডার বয়’ বৈভব সূর্যবংশী। বর্তমানে অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছেন বৈভব। একদিনের সিরিজে খেলেছেন একের পর এক বিধ্বংসী ইনিংস। এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল বৈভব সূর্যবংশীকে। দুই মহিলার সঙ্গে ভাইরাল ভারতীয় তারকার ছবি।
আসলে টেস্ট সিরিজের জন্য অনুশীলনে ব্যস্ত ছিলেন বৈভব সূর্যবংশী। সেখানে তিনি কিছু ভক্তদের সঙ্গে দেখা করেন। আর এই বয়সেই মহিলা ভক্ত হয়ে গিয়েছে বৈভবের। দুজন কিশোরী ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে শুধু বৈভব সূর্যবংশীর এক ঝলক দেখার জন্য এসেছিলেন। তাদের নাম আয়না ও রিভা। বৈভবের তারা পাগল ফ্যান বলে জানিয়েছেন।
বৈভব সূর্যবংশীর আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছে, যেখানে দেখা যায় আয়না ও রিভা নামের দুজনের সঙগে একাধিক ছবি তুলেছেন বৈভব। তারা উরচেস্টার থেকে কয়েক ঘণ্টা গাড়ি চালিয়ে এসেছিলেন তাকে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজে খেলতে দেখার জন্য।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজে সূর্যবংশী ৩৫৫ রান করেছেন। যা সিরিজের সর্বোচ্চ। তার স্ট্রাইক রেট ছিল ১৭৪.০২ এবং গড় রান ছিল ৭১। তিনি একটি দুর্ধর্ষ সেঞ্চুরি করেছেন। ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি। যা ইয়ুথ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তিনি ৩০টি চার এবং ২৯টি ছক্কা হাঁকান এই সিরিজে। তার আগ্রাসী ব্যাটিংয়ের কারণে ভারত ৩-২ ব্যবধানে সিরিজটি জয় করে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 1:14 PM IST