TRENDING:

Durga Puja 2023: বলিদান নয়, গান ফায়ারে হয় সন্ধিপুজো, বীরভূমের ময়ূরেশ্বরের এই পুজোর ইতিহাস রোমহর্ষক

Last Updated:

Durga Puja 2023: এখানে বলিদান নয়, গান ফায়ারে হয় সন্ধিপুজো, বীরভূমের ময়ূরেশ্বরের কুণ্ডলা গ্রামের প্রায় ৩০০ বছর পুরোনো জমিদার বাড়ির এই পুজো...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ঢাকে কাঠি পড়েছে। আজ শুভ পঞ্চমী। ইতিমধ্যেই সমস্ত মণ্ডপে উপচে পড়ছে মানুষের ভিড়। থিমের পুজোর বাইরে আছে বারোয়ারি পুজো। তবে এই বারোয়ারি পুজো একদম অন্যরকম। এখানে বলিদান নয়, গান ফায়ারে হয় সন্ধিপুজো। আর এই পুজো দেখতে গেলে আপনাকে যেতে হবে বীরভূমের ময়ূরেশ্বরের কুন্ডলা গ্রামে। গ্রামের মধ্যেই প্রবেশ করলে দেখা যায় বিভিন্ন ঠাকুরের মন্দির।
advertisement

এই পুজো শুরু করেছিলেন জমিদার হাটুরাম। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই পুজোর সূচনা হয়। সমস্ত নিয়মবিধি মেনে আজও এখানে পূজিতা মা দুর্গা। তবে এই পুজোর বিশেষত্ব হল পুজোর চারদিন কোনও বলিদান হয় না মণ্ডপে। তার পরিবর্তে সন্ধিপুজোর দিন জমিদার বাড়ির বংশধররা গান ফায়ার করে সন্ধিপুজো শুরু করেন।

আরও পড়ুনঃ মোমো খেয়ে রাতের জন্য নিয়ে যান বিরিয়ানি প্যাকেট, মাত্র ১৩৮ টাকায় মিলছে কম্বো 

advertisement

বাড়ির সদস্য গৌতম মুখোপাধ্যায় জানান, সপ্তমীতে মা দুর্গাকে ফল, মিষ্টি, লুচি, পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হয়। অষ্টমীর দিন লুচি, মিষ্টি দিয়ে ভোগ এবং নবমীর দিন বিভিন্ন রকমের ভাজা সবজি অন্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়ে থাকে। বৈষ্ণব মতে, প্রায় ৩০০ বছর ধরে এখানে মা দুর্গার পুজো হয়।

View More

advertisement

তবে কেন সন্ধিপুজোর দিন গান ফায়ার করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এই বাড়িতে কোনও বলিদানের প্রথা নেই। তাই প্রাচীন নিয়ম মেনেই এই ফায়ার করা হয়ে থাকে। সন্ধিপুজোর দিন গোটা গ্রামের লোক ভিড় করেন এই বাড়ি পুজোর বিশেষত্ব গান ফায়ার দেখতে। শুধু দুর্গা মণ্ডপ রয়েছে সেটি নয়, তার বাইরেও রয়েছে কালী, নারায়ণ শিব ধর্মরাজ ঠাকুরের পুরনো মন্দির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: বলিদান নয়, গান ফায়ারে হয় সন্ধিপুজো, বীরভূমের ময়ূরেশ্বরের এই পুজোর ইতিহাস রোমহর্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল