Bangla News: মোমো খেয়ে রাতের জন্য নিয়ে যান বিরিয়ানি প্যাকেট, মাত্র ১৩৮ টাকায় মিলছে কম্বো
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Bangla News: মাত্র ১৩৮ টাকায় সাগরে মিলছে বিরিয়ানি-মোমো কম্বো। পেটুক রেস্টুরেন্টে চলছে এই কম্বো অফার। সাগরে আগত পর্যটকদের জন্য যা একটি সুখবর।
গঙ্গাসাগর: মাত্র ১৩৮ টাকায় সাগরে মিলছে বিরিয়ানি-মোমো কম্বো। সাগরের এক রেস্টুরেন্টে চলছে এই কম্বো অফার। সাগরে আগত পর্যটকদের জন্য যা একটি সুখবর।
সন্ধ্যায় এই কম্বো আইটেম নিয়ে মোমো খেয়ে রাতে ডিনারের জন্য বিরিয়ানিও নিয়ে যেতে পারেন। এই কম্বো অফার আরও একাধিক ফুড আইটেমের জন্য প্রযোজ্য। কিন্তু কোথায় রয়েছে এই রেস্টুরেন্ট? এই অফার পেতে আপনাকে আসতে হবে সাগরে।
আরও পড়ুনঃ সাতসকালে নদী পার করছে দাঁতাল! ঠাকুর না দেখে হাতি দেখতে মানুষের ঢল
রেস্টুরেন্টটিও আধুনিকমানের করে গড়ে তোলা রয়েছে। কলকাতার খাবারের স্বাদ গঙ্গাসাগরে পেতে হলে অবশ্যই আসতে হবে এই রেস্তোরাঁয়। এখানে চিকেন বিরিয়ানির দাম মাত্র ৯৯ টাকায়, ৬ পিস চিকেন মোমো মিলছে মাত্র ৩৯ টাকায়। ভেজ, ননভেজ, ইন্ডিয়ান, চাইনিজ, কেএফসি স্ন্যাক্স, কন্টিনেন্টাল খাবার-সহ আরও রকমারি সুস্বাদু খাবার।
advertisement
advertisement
সাধারণত খাদ্যরসিকদের পেটুক বলেন অনেকেই। সেজন্য এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে পেটুক রেস্টুরেন্ট। তাহলে আর দেরি কিসের, আপনিও যদি খাদ্যরসিকদের মধ্যে পড়েন। তাহলে ঘুরে আসুন এই রেস্টুরেন্ট থেকে।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মোমো খেয়ে রাতের জন্য নিয়ে যান বিরিয়ানি প্যাকেট, মাত্র ১৩৮ টাকায় মিলছে কম্বো