নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই চলছে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া চলছিল সন্দেশখালি জুড়ে। বিকেলের দিকে হঠাৎই হাওয়ার গতি বাড়তে থাকে৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের টর্নেডো আছড়ে পড়ল সন্দেশখালির সরবেড়িয়া এলাকায়। ঝড়ের দাপটে ভেঙেছে বেশ কিছু গাছ।
কয়েক কিলোমিটার এলাকাজু জুড়ে বয়ে যাওয়ার টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কাঁচা বাড়ি। ঝড়ের দাপটে বাড়ির অ্যাজবেস্টস, টিন উড়ে যাওয়ায় মাথার আচ্ছাদন হারিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন এলাকার শতাধিক গ্রামবাসী।
advertisement
আরও পড়ুন: দমকা হাওয়ার দাপট, সঙ্গী বৃষ্টি! দিঘা, মন্দারমণিতে রাতে বাড়ছে দুর্যোগ
ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সরবেড়িয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ব্লক প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ ফের ঝড় আছড়ে পড়ে কি না, সেই আশঙ্কাতেও রয়েছেন অনেকে৷
এ দিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দিঘা, মন্দারমণি, বকখালি, সাগরের মতো উপকূলবর্তী এলাকাগুলিতেও দুর্যোগ বাড়ছে৷ বৃষ্টির সঙ্গে বাড়ছে দমকা হাওয়ার দাপট৷ শুধু পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগণা নয়, এ দিন উত্তর চব্বিশ পরগণা জেলা জুড়েই দিনভর চলেছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি৷