Digha Weather: দমকা হাওয়ার দাপট, সঙ্গী বৃষ্টি! দিঘা, মন্দারমণিতে রাতে বাড়ছে দুর্যোগ

Last Updated:

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টিও৷ শুক্রবার সারারাতই ঝড়বৃষ্টির দাপট চলবে৷ সমুদ্র উত্তাল হয়ে ওঠায় আগে থেকেই পর্যটকদের সৈকতের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না৷

দিঘায় প্রবল বৃষ্টি৷
দিঘায় প্রবল বৃষ্টি৷
#দিঘা: রাত বাড়ার সঙ্গে দমকা হাওয়া এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টির দাপট বাড়ছে দিঘায়৷ একই ছবি মন্দারমণি, শঙ্করপুরেও৷ যদিও পরিস্থিতি সামাল দিতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি৷ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে দিঘায় পৌঁছেছেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়৷
বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপের জেরে দিঘা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগের পূর্বাভাস ছিলই৷ সেই মতো তৈরি ছিল প্রশাসনও৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বিকেলের পর থেকেই দিঘা, মন্দারমণির সমুদ্র সৈকত লাগোয়া এলাকা জুড়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে৷
advertisement
advertisement
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টিও৷ শুক্রবার সারারাতই ঝড়বৃষ্টির দাপট চলবে৷ সমুদ্র উত্তাল হয়ে ওঠায় আগে থেকেই পর্যটকদের সৈকতের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না৷ রাতভর দিঘা সহ আশেপাশের এলাকায় নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়৷
অন্যদিকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, ঝড় বৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ উদ্ধারকারী দলগুলিকেও তৈরি রাখা হয়েছে৷ পরিস্থিতির উপরে নজরদারি চালাতে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Weather: দমকা হাওয়ার দাপট, সঙ্গী বৃষ্টি! দিঘা, মন্দারমণিতে রাতে বাড়ছে দুর্যোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement