West Bengal Weather Update: অতি গভীর নিম্নচাপের হুঙ্কার, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ৬০থেকে ৭০ কিমি বেগে ঝড়, ঝেঁপে বৃষ্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপ বালাসোর ও সাগরদ্বীপের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে আজ সন্ধ্যায়। উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড় অভিমুখে এগিয়ে যাবে নিম্নচাপ। এরপর ক্রমশ দুর্বল হয়ে পড়বে এই নিম্নচাপ।
অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপ বালাসোর ও সাগরদ্বীপের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে আজ সন্ধ্যায়। উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড় অভিমুখে এগিয়ে যাবে নিম্নচাপ। এরপর ক্রমশ দুর্বল হয়ে পড়বে এই নিম্নচাপ। এমনটাই জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা। ছবি : প্রতীকী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় উপকূলে ঝড়ো হাওয়া বইবে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতে প্রভাব ফেলতে পারে। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা। ছবি : প্রতীকী।
advertisement
advertisement
advertisement