সন্দীপ ঘোষের গ্রেফতারির পরে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়েও প্রশ্ন উঠছিল। অনেকেই অভিযোগ করছিলেন চিকিৎসক বিশ্বাস হুমকি দেওয়ার সঙ্গে জড়িত। অবশেষে বিতর্কের মধ্যেই বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা হল।
আরও পড়ুন: চুরি যাচ্ছিল একের পর এক মোটরবাইক, পুলিশি অভিযানে বড় চক্রের হদিস
বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: আয়ু বাড়াতে চান? কমিয়ে দিন ঘুম, পরামর্শ ১২ বছর ধরে দিনে ৩০ মিনিট ঘুমানো ব্যক্তির
আরজি কর কাণ্ডের পরেই একটি হুমকি দিয়ে অডিও ভাইরাল করা হয়, অনেকেরই অভিযোগ ওই অডিও বিরূপাক্ষ বিশ্বাসের, যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা। সেই সঙ্গে বিরূপাক্ষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছিল। বিতর্কের মাঝেই পদক্ষেপ স্বাস্থ্য ভবনের।