Brunei Sultan Hassanal Bolkiah: বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ, সোনার প্রাসাদ-গাড়ি-বিমান! ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে বুধে সাক্ষাৎ মোদির

Last Updated:
PM Narendra Modi meets Brunei Sultan Hassanal Bolkiah: ফোর্বসের সূত্র মতে প্রায় দেড় লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে ব্রুনেইয়ের সুলতানের। আয় মূলত তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকেই।
1/5
৪০ বছরে প্রথম বার ব্রুনেইতে প্রথম কোনও ভারতের প্রধানমন্ত্রী। বুধবার ব্রুনেইয়ের সুলতানের প্রাসাদে গিয়ে সুলতান হাসানল বলকিয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মোদি।
৪০ বছরে প্রথম বার ব্রুনেইতে প্রথম কোনও ভারতের প্রধানমন্ত্রী। বুধবার ব্রুনেইয়ের সুলতানের প্রাসাদে গিয়ে সুলতান হাসানল বলকিয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মোদি।
advertisement
2/5
জানেন কতটা রাজকীয় ব্রুনেইয়ের সুলতান?ফোর্বসের সূত্র মতে প্রায় দেড় লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে ব্রুনেইয়ের সুলতানের। আয় মূলত তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকেই।
জানেন কতটা রাজকীয় ব্রুনেইয়ের সুলতান?ফোর্বসের সূত্র মতে প্রায় দেড় লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে ব্রুনেইয়ের সুলতানের। আয় মূলত তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকেই।
advertisement
3/5
বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ রয়েছে ব্রুনেইয়ের সুলতানের। প্রাসাদের আয়তন ২০ লক্ষ স্কোয়ার ফুট। রয়েছে ১৭০০টি ঘর, ২৫০টি বাথরুম, ৫টি সুইমিং পুল। প্রাসাদে একটি ২২ ক্যারাট সোনার ডোম রয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ রয়েছে ব্রুনেইয়ের সুলতানের। প্রাসাদের আয়তন ২০ লক্ষ স্কোয়ার ফুট। রয়েছে ১৭০০টি ঘর, ২৫০টি বাথরুম, ৫টি সুইমিং পুল। প্রাসাদে একটি ২২ ক্যারাট সোনার ডোম রয়েছে।
advertisement
4/5
গাড়ির সংখ্যা কতগুলি জানলে চোখ কপালে উঠবে!বিলাসবহুল প্রায় ৮০০টি গাড়ি রয়েছে, যার মধ্যে ৩০০টি ফেরারি রয়েছে, আর রোলস রয়েস রয়েছে ৫০০টি।
গাড়ির সংখ্যা কতগুলি জানলে চোখ কপালে উঠবে!বিলাসবহুল প্রায় ৮০০টি গাড়ি রয়েছে, যার মধ্যে ৩০০টি ফেরারি রয়েছে, আর রোলস রয়েস রয়েছে ৫০০টি।
advertisement
5/5
সেই সঙ্গে একটি প্রাইভেট রয়েছে, যা পুরো সোনায় মোড়া। সোনার প্রতি বরাবরই প্রীতি রয়েছে, প্রাসাদ এবং বিমান ছাড়াও সোনায় মোড়া রোলস রয়েস ব্যবহার করেন ব্রুনেইয়ের সুলতান।
সেই সঙ্গে একটি প্রাইভেট রয়েছে, যা পুরো সোনায় মোড়া। সোনার প্রতি বরাবরই প্রীতি রয়েছে, প্রাসাদ এবং বিমান ছাড়াও সোনায় মোড়া রোলস রয়েস ব্যবহার করেন ব্রুনেইয়ের সুলতান।
advertisement
advertisement
advertisement