আরও পড়ুন: প্রতিমা নিরঞ্জনের সময় দুর্ঘটনায় মৃত পুলিশকর্মীর পরিবারকে দু’লক্ষ টাকা সাহায্য
সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলির বিভিন্ন জলজ জীবের অস্তিত্ব ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেগুলি দেখতে এখন সংরক্ষিত এলাকায় যেতে হয়। আর তাই উদ্যোক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করার বার্তা দিয়ে এই বালি ভাস্কর্য তৈরি করছেন। আন্তর্জাতিক শিল্পীগোষ্ঠী ‘আর্ট উইন্ড’ এই উদ্যোগ নিয়েছে। তাদের উদ্যোগে শুরু হয়েছে ‘বকখালি আর্ট কার্নিভাল ২০২৩’।
advertisement
এখানে ফেশ আর্ট, স্যান্ড আর্ট, ইনস্টলেশন আর্ট এবং আর্ট রিলেটেড ফিল্ম শো হয়।পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়ে বকখালিতে তৈরি করা হয় এই বালি ভাস্কর্য। একদল উদীয়মান যুবক-যুবতী এই কাজে হাত লাগিয়েছিলেন। প্রথমে বালির চরিত্র বিশ্লেষণ করে একটি জায়গাকে চিহ্নিত করা হয়। এরপর সেখানকার বালির সঙ্গে জল ও আঠা মিশিয়ে এই ভাস্কর্য তৈরি করা হয়েছিল। এই পদক্ষেপের মাধ্যমে সকলের কাছে নদী ও সমুদ্র দূষণ রোধ সংক্রান্ত বার্তা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে উদ্যোক্তাদের ধারণা।
নবাব মল্লিক