জামাকাপড় নয়, এই সেল দেওয়া হল শুধুই মিষ্টিতে। আর তাতেই মিষ্টি প্রেমীদের ঢল দোকানে। মাত্র ৭০ টাকায় ২০ পিস রসগোল্লা, এমন অফার পেয়ে কে-ই বা হাতছাড়া করে! রসগোল্লার পাশাপাশি হরেক রকম মিষ্টির উপর চললো ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। দোকানে সারাদিন দেখা গেল উপচে পড়া ভিড়। অশোকনগরের বাইরেও আশপাশের এলাকা ও দূরদূরান্ত থেকে মানুষ ছুটে এলেন শুধুই এই বিশেষ ছাড়ের মিষ্টি কিনতে।
advertisement
আরও পড়ুন – Mach Bhat: দিনের বেলায় এক টুকরো মাছ না পেলে মুখে ভাত ওঠে না, কিন্তু রাতে মাছ কি উচিত
দোকান মালিক জানান, নতুন শাখা খোলা উপলক্ষে চাইছিলাম সবাইকে একটা মিষ্টি চমক দিতে। ভবিষ্যতেও এরকম অফার চলতে থাকবে। মিষ্টির তালিকায় ছিল দই, ভাজা রসগোল্লা, দিলখুশ, পটল সন্দেশ সহ আরও নানা ধরনের সুস্বাদু মিষ্টি। বিক্রি এতটাই বেশি হয়েছে যে একাধিকবার নতুন করে মিষ্টি তৈরি করে আনতে হয়েছে দোকানে। সোশ্যাল মিডিয়ায়ও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই সেলের খবর। অনেকেই পোস্ট করছেন এই দুর্দান্ত অফার নিয়ে। ফলে এখন সেলের এই মিষ্টি কিনতে ভিড় অশোকনগরে।
Rudra Narayan Roy