আরও পড়ুন: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিচারে মাহেশের স্বাস্থ্যকেন্দ্র পেল বিশেষ স্বীকৃতি
শুধু শীত নয়, সারা বছর যাতে মানুষের উপস্থিতি বেশি থাকে সেইদিক গুরুত্ব দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। সম্প্রতিক বয়স্কদের কথা ভেবে সমগ্র উদ্যান ঘুরে দেখার জন্য ব্যাটারি চালিত গাড়ি চালু করা হয়েছে। একইসঙ্গে পুনরায় বোটিং পরিষেবা এবং খাবারের জন্য ক্যাফেটেরিয়া যার মাধ্যমে আরও জনপ্রিয়তা বোটানিক্যাল গার্ডেনে।
advertisement
আরও পড়ুন: North 24 Parganas News: বিদ্যুতের তার ছিঁড়ে মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল
বোটানিক্যাল গার্ডেন মানেই ঘন সবুজ নানা গাছের সমাহার, শুদ্ধ সতেজ বাতাস। সকাল থেকে প্রাতঃ ভ্রমণ থেকে শুরু করে বিকেল হাজারো মানুষ মানসিক শান্তি এবং শরীর সুস্থ রাখতে উদ্যানে হাজির হয়। এখান থেকেই যারা গাছ সংগ্রহ করতে পারবে মানুষ যার মাধ্যমে প্রকৃতি আরও সবুজ এবং সুন্দর হয়ে উঠতে পারে। আজ মানুষের আকর্ষণের জন্য একটি চা বাগানের উদ্বোধন করেন এম ও ই এফ এবং সিসির যুগ্ম সম্পাদক নমীতা প্রসাদ। সঙ্গে ছিলেন ডাইরেক্টর বি এস আই কলকাতার ডঃ আশিহো এ মাও । এবং উপস্থিত ছিলেন এ জে সি বি আই বি জি, বি এস আই হাওড়ার ডঃ দেবেন্দ্র সিং। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় গাছ বিক্রির কাউন্টার এবং চা বাগানের। এবার থেকে যে কোনও কম দামে পছন্দ মত গাছ কিনতে পারবেন। কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।