Hooghly News: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিচারে শ্রীরামপুর মাহেশের স্বাস্থ্যকেন্দ্র পেল বিশেষ স্বীকৃতি
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
পরিকাঠামো ও ১২টি বিভাগের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে প্রায় ৮৭.৭০ শতাংশ নম্বর পেয়েছে মাহেশের জগন্নাথ মন্দির লাগোয়া স্বাস্থ্যকেন্দ্রটি। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যের স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে সে কথা জানিয়েছে
হুগলি: শ্রীরামপুরবাসীর জন্য সুখবর ! আবারও শহরের মুকুটে নতুন পালক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিচারে পরিকাঠামো-সহ একাধিক বিভাগে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ‘ন্যাশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স স্ট্যান্ডার্ড’-এর স্বীকৃতি পেল শ্রীরামপুর পুরসভা কর্তৃক পরিচালিত মাহেশের স্বাস্থ্যকেন্দ্র (ইএসওপিডি)। পরিকাঠামো ও ১২টি বিভাগের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে প্রায় ৮৭.৭০ শতাংশ নম্বর পেয়েছে মাহেশের জগন্নাথ মন্দির লাগোয়া স্বাস্থ্যকেন্দ্রটি। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যের স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে সে কথা জানিয়েছে।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সমীক্ষায় জেলায় মাহেশ স্বাস্থ্যকেন্দ্রের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলা স্বাস্থ্য দফতরের শীর্ষ প্রশাসনিক কর্তাব্যক্তি, মাহেশ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং পুরপ্রশাসকরা। চলতি মাসের ৭ ও ৮ তারিখ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দুই প্রতিনিধি শ্রীরামপুর পুরসভা পরিচালিত মাহেশ জগন্নাথ মন্দির লাগোয়া মাহেশ স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। সেই প্রতিনিধি দলে ছিলেন বিকাশরঞ্জন দত্ত ও চিকিৎসক নীলিমা ভার্মা।
advertisement
ওই দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দুই প্রতিনিধির দল স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করেন। সেখানে স্লাইড শো–এর মাধ্যমে জলবাহিত, পতঙ্গবাহিত রোগ ও সংক্রামক ব্যাধি সংক্রান্ত সচেতনতার বিভিন্ন দিক ও কেউ আক্রান্ত হলে, তাঁর চিকিৎসার নানা দিক তুলে ধরা হয়।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 7:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিচারে শ্রীরামপুর মাহেশের স্বাস্থ্যকেন্দ্র পেল বিশেষ স্বীকৃতি