যদিও এ বছর পুরুলিয়া পুরসভা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মানুষ জল কষ্টে না ভোগে। অন্তত পানীয় জলটুকু দেওয়ার চেষ্টা জোরকদমে চলছে। পুরুলিয়া শহরের অন্যতম জলাধার সাহেব বাঁধ। এক সময় এই বাঁধ পুরুলিয়া শহরে জলের অন্যতম উৎস ছিল। কিন্তু বর্তমানে সাহেব বাঁধ কচুরিপানায় পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে এই জল আর ব্যবহার করা যায় না। তবে সাহেব বাঁধের কচুরিপানা নির্মূলের কাজ শুরু হয়েছে। অনেকখানি পরিষ্কার হয়েও গিয়েছে সাহেব বাঁধের কচুরিপানা। তাই পুরুলিয়া পুরসভা এই বাঁধের জল পুনরায় পানীয় জলের ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: ঋতুভিত্তিক ধান, পাট ছেড়ে সবজি চাষে মেতেছেন কৃষকরা
এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মাহালি বলেন, এই মুহূর্তে সাহেব বাঁধের জল ব্যবহারের উপযোগী নয়। তবে একটি এজেন্সি এই সাহেব বাঁধ নতুন করে সংস্কারের দায়িত্ব নিয়েছে। আগামী দিনে সাহেব বাঁধের জল সম্পূর্ণ পরিষ্কার করে পুনরায় এই বাঁধকে আগে রূপে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সাহেব বাঁধের জল যদি আবার আগের অবস্থায় ফিরে যায় তাহলে পুরুলিয়া শহরের জলের সমস্যা কিছুটা হলেও কমবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি