TRENDING:

Sagardighi: ফের সেই সাগরদিঘি, ফের হারল তৃণমূল! বিপুল ভোট জয়ী বাম কংগ্রেস জোট প্রার্থী!

Last Updated:

Sagardighi: লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা সম্পাদক এবং সভাপতি পদে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাগরদিঘি: সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে অক্সিজেন দিয়েছে বাম ও কংগ্রেসের জোটকে। বিপুল ভোটে তৃণমূলকে পরাজিত করে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এবার ফের মুর্শিদাবাদে অধীর গড়ে শক্তিবৃদ্ধি হল বাম ও কংগ্রেসের জোটের। বিধানসভা উপনির্বাচনের পর বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী হল বাম ও কংগ্রেস জোট। ধরাশায়ী হল শাসকদল তৃণমূল কংগ্রেস।
হার তৃণমূলের, জয়ী বাম-কংগ্রেস
হার তৃণমূলের, জয়ী বাম-কংগ্রেস
advertisement

লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা সম্পাদক এবং সভাপতি পদে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন। সাগরদিঘি উপনির্বাচনের পর বার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দুই পদে জোট প্রার্থীর নিরঙ্কুশ জয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দেখছেন সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বরা। যদিও আদালতের আইনজীবীদের ভেটের ফলকে গুরুত্ব দিতেই নারাজ শাসকদল তৃণমূল।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে বিরাট মোড়! সিবিআই নয়, এবার আসরে সিআইডি, নজরে সাগরদিঘি

advertisement

মুর্শিদাবাদ জেলার নবাবের শহর লালবাগ। লালবাগ বার অ্যাসোসিয়েশনে মোট ২৫৪ জন ভোটদাতা আইনজীবীর মধ্যে ২১৬ জন ভোট দেন। মঙ্গলবার দিন শেষে সন্ধ্যা থেকে শুরু হয় ভোট গণনা। মঙ্গলবার রাত হতেই ফলাফলে দেখা গেল নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বাম-কংগ্রেস জোট প্রার্থীদের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বাম-কংগ্রেস জোট প্রার্থী সম্পাদক পদে মহাম্মদ দেলোয়ার হোসেন ১২৩টি ভোট পেয়েছেন। অন্য দিকে, তৃণমূল প্রার্থী মহম্মদ মনিরুজ্জামানের পেয়েছেন ৮৪টি ভোট।

advertisement

আরও পড়ুন: পড়াশোনায় মেধাবী, ইঞ্জিনিয়ারিংও পাশ করেছে, তাঁর মেয়ে সম্পূর্ণ নির্দোষ, দাবি শ্বেতা চক্রবর্তীর বাবার

পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ৮৪টি ভোট। বাম-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থী সাইদুরজামান সরকার ইলিয়াসের প্রাপ্ত ভোট ১২৫। ৪১ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীদের হারিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতির পদ নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে বাম-কংগ্রেস জোট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের পর বার অ্যাসোসিয়েশনের ভোটে বাম কংগ্রেস জোট একত্রিত ভাবে লড়াই করে ভালো ফল করতেই খুশি কংগ্রেস ও বাম শিবির।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagardighi: ফের সেই সাগরদিঘি, ফের হারল তৃণমূল! বিপুল ভোট জয়ী বাম কংগ্রেস জোট প্রার্থী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল