সম্প্রতি, কান্দি থানার পুরন্দরপুর এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ যায় একজনের। ফলে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এবার মুর্শিদাবাদ জেলার পুরন্দরপুর থেকে ঘনশ্যামপুর পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করা হল স্কুলের ছাত্র ও ছাত্রীদের সহ গ্রামের বাসিন্দাদের নিয়ে। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ ও স্কুলের ছাত্র ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন: জ্বর ! যা মুখে দিচ্ছেন তেতো লাগছে? মানুন এই খাদ্য-তালিকা! জানুন বিশেষজ্ঞের মত
পুলিশ কর্তাদের কথায়, প্রতিদিন বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। কখনও বেপরোয়া গতি, আবার কখনও বা আঠারও বছরের নীচে কিশোরদের হাতে থাকছে মোটর বাইকের চাবি। যার জেরেই প্রাণ যাচ্ছে অনেকের। হেলমেট বিহীন ভাবে মোটর বাইক চালানোর জন্যও প্রাণ যাচ্ছে অনেকের। এলাকার মানুষকে ট্রাফিক সচেতনতার বার্তা দেওয়া হয়।
কৌশিক অধিকারী