Health Tips: জ্বর ! যা মুখে দিচ্ছেন তেতো লাগছে? মানুন এই খাদ্য-তালিকা! জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:

Health Tips: ঘরে ঘরে জ্বর! খেতে ইচ্ছে করছে না! মুখে যা দিচ্ছেন তেতো লাগছে! তবে অরুচি কাটাবে এই খাদ্য তালিকার খাবার! জানুন

+
title=

জলপাইগুড়ি: শীতের শুরু থেকেই তিনটি রোগ যেন একে অন্যের দোসর। জ্বর-সর্দি-কাশি অহরহ লেগেই থাকে প্রায় প্রতিটি ঘরে ঘরে। শীতে এগুলি সাধারণ সমস্যা হলেও অস্বস্তি চলতেই থাকে। জমিয়ে শীত উপভোগ করা তো দূরের কথা জ্বর-সর্দি-ঠান্ডা লাগা সেরে গেলেও পরে শরীর হয়ে যায় দুর্বল। উপরন্তু, জ্বর সর্দি কাশির খপ্পরে পড়ে মুখে রুচি চলে যায়, খেতে ইচ্ছে করে না। আর না খাওয়ায় শরীর ক্লান্ত হয়ে পড়ে। শীতের প্রকোপ থেকে মোকাবিলা করবেন কিভাবে? কীভাবেই বা শরীর খারাপের ধাক্কা দ্রুত সামলে উঠবেন? এ জন্য দরকার খাদ্যাভ্যাসে কয়েকটি খাবার যুক্ত করা। এ সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ির বিশিষ্ট পুষ্টি বিশেষজ্ঞ উত্তরা সাহা।
জ্বর হলে হাই কার্বোহাইড্রেট ডায়েট মেনে চলা উচিত। এই সময় শরীরে ক্যালোরি, প্রোটিনের ঘাটতি বেশি হয়। তাই ভিটামিন, প্রোটিন, মিনারেল,ফ্যাট সমৃদ্ধ খাবার পরিমাণ মতো খেলে রোগী দ্রুত সেরে উঠতে সক্ষম হবে। ক্যালোরি, কার্ব এর মধ্যে ভাত, রুটি সঙ্গে মাছ মাংস, ডিম, দুধ, শাক, সবজি,মরশুমি ফল ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন তিনি। বাইরের খাবার বাদ দিয়ে ঘরে বানানো হালকা খাবার খেলে শরীর ভাল থাকবে। রোজ ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ ফল রাখলে শরীরের ইমিউনিটি পাওয়ারও বৃদ্ধি পায়।
advertisement
advertisement
এই শীতে অনেকেই ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে টক দই খেতে চান না তাদের জন্য দুগ্ধ জাতীয় খাবার পনির, ছানা, মাখন ইত্যাদি কার্যকরী। এছাড়াও জ্বর হলে অনেকেই খেতে চান না। সব খাবার তেতো মনে হয়। সেক্ষেত্রে তিনি বলেন, জ্বর হলে জিভের স্বাদকারক সাময়িক ভাবে কাজ করে না তাই খাবার ইচ্ছে চলে যায়। কিন্তু এই সময় হাই কার্ব ডায়েট মেনে চললেই দ্রুত সেরে উঠবে রোগী।
advertisement
সুরজিৎ দে
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: জ্বর ! যা মুখে দিচ্ছেন তেতো লাগছে? মানুন এই খাদ্য-তালিকা! জানুন বিশেষজ্ঞের মত
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement