পথ দুর্ঘটনায় বেঘোরে প্রাণনাশ নিয়ন্ত্রণে আনতে প্রতি বছর ভারত সরকার ‘রোড সেফটি উইক’ অর্থাৎ ‘সড়ক সুরক্ষা সপ্তাহ’ পালন করে। প্রতিবছর জানুয়ারিতে এই ‘জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ’ পালিত হয়। যা জনমানসের মধ্যে সড়ক নিরাপত্তা বিধি এবং নিয়মাবলী গুলো আরও একবার স্মরণ করিয়ে দেবে। জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ’এর বিধি নিষেধ গুলো আবারও স্মরণ করিয়ে দিলেন সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ি ইনচার্জ প্রিয়তোষ সিং ও চাঁদেরমোড় হাইওয়ে কর্তৃপক্ষ।মটর বাইক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতেই হেলমেট পড়ার নিদান ও দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: শীতে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন? কলা-তুলসি পাতাতে হবে জাদু! জানুন চিকিৎসকের মত
চলুন দেখে নেওয়া এক সেই নিয়ম গুলো কী কী? প্রথমত, বাইক চালানোর সময় সর্বদা মাথায় হেলমেট ব্যবহার করার জন্য আবেদন করা হয়েছে। চার চাকার গাড়ি চালানোর সময়ে সিট বেল্ট লাগাতে কখনোই ভুলবেন না।গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোনের ব্যবহার একেবারেই নয়। এছাড়াও অতি দ্রুত গতিতে গড়ি চালাবেন না। কোনরকম মাদকাসক্ত হয়ে গাড়ি কখনওই চালাবেন না। এই ছোট ছোট কিছু সড়ক সুরক্ষা নিয়য়াবলি অবলম্বন করে চললে পথ দুর্ঘটনায় বেঘোরে মানুষের প্রাণ হারানো হয়ত অনেকটাই আটকানো যেতে পারে। নিজের এবং নিজের পরিবারের কথা চিন্তা করুন। সুরক্ষিতভাবে, সতর্ক হয়ে গাড়ি চালান।
কৌশিক অধিকারী