কিভাবে এল, এই স্মার্ট হেলমেট বানানো চিন্তা সে বিষয়ে সৌভিক বলে, এক শীতের রাত্তিরে তার বাবার বাইক দুর্ঘটনা ঘটে। তারপরেই সৌভিকের মা সৌভিককে অনুরোধ করে এমন কিছু জিনিস বানানোর জন্য যাতে বাইক চালানোর সময় চালককে একটু অতিরিক্ত সুরক্ষা দেবে। সেই থেকেই স্মার্ট হেলমেট বানানোর পরিকল্পনা গ্রহণ করে সৌভিক।
সৌভিকের স্মার্ট হেলমেটে লাগানো সোলার প্যানেল থেকে খুব সহজেই চার্জ করে নেওয়া যায় মোবাইল ফোন থেকে শুরু করে ব্লুটুথ নেভিগেশন ডিভাইস সবকিছুই। হেলমেটের মধ্যে লাগানো রয়েছে ব্লুটুথ কলিং ডিভাইস। যার সাহায্যে গাড়ি চালাতে চালাতে অনায়াসে যে কোন ফোন রিসিভ করে নেওয়া যাবে মোবাইল ফোন ছাড়াই। একই সঙ্গে রয়েছে বেশিক্ষণ বাইক চালালে যাতে ঘুম না আসে তার জন্য আল্ট্রাসনিক সাউন্ডের ব্যবস্থা যা গাড়ির চালককে সজাগ রাখতে সব সময় সাহায্য করবে।
advertisement
আরও পড়ুন: শীতে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন? কলা-তুলসি পাতাতে হবে জাদু! জানুন চিকিৎসকের মত
কুয়াশার দিনে দূর থেকে গাড়ির চালক কে চেনার জন্য হেলমেটের পেছনে রয়েছে অ্যাক্সিডেন্ট সেফটি লাইট এর ব্যবস্থা। এই বিষয়ে কানাইলাল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তিনি বলেন, সৌভিক তাদের স্কুলের কৃতি ছাত্রদের মধ্যে একজন। স্কুলের পক্ষ থেকে সর্বদাই সৌভিক কে সাহায্য করার জন্য তার পাশে থাকা হয় সৌভিকের এই ধরনের আবিষ্কার আগামী দিনে নতুন দিশা দেখা হবে বলে আশাবাদী তিনি।
রাহী হালদার