TRENDING:

Sadak Suraksha Abhiyan: 'হেলমেট পরে সবাই বাইক চালান'! মুদির দোকানদারের কাণ্ড জানলে চমকে যাবেন

Last Updated:

Sadak Suraksha Abhiyan: মানুষকে সচেতন করা লক্ষ্য, দোকান সামলে একী করেন ব্যবসায়ী?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: কবিতা থেকেই প্রেম আসে কিংবা প্রেম থেকেই কবিতা। তবে এই কবিতা পড়লে প্রাণে বাঁচবেন আপনি। কারণ আপনার দিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার। এই কবিতা প্রেমের কিংবা বিরহের নয়, কবিতা সচেতনতার। রাস্তায় বাইক নিয়ে যাচ্ছেন, চোখে পড়বে দুই লাইনের এই বিশেষ কবিতা। লিখেছেন প্রশান্ত চন্দ। নিজের ইচ্ছেতেই মানুষকে সচেতন করতে দু’লাইনের কবিতা লিখে বিভিন্ন জায়গায় সাঁটিয়ে দিয়েছেন এক মুদি ব্যবসায়ী। যা পড়ে মানুষ অন্তত একটু সচেতন হয়। দুর্ঘটনা কমাতে এবং মানুষের প্রাণ বাঁচানোর অঙ্গীকার নিয়ে তার লেখনীধরা।
advertisement

সামর্থ্য অল্প, কিন্তু ইচ্ছে অনেক বড়। সামান্য মুদি দোকান চালিয়ে চলে যেটুকু পয়সা রোজগার হয়, তাতে সংসার সামলে চলে তার এই সচেতনতার পাঠ দেওয়া। বিভিন্ন সময়ে কবিতা লিখে, বিভিন্ন জায়গায় চিটিয়েছেন তিনি। শীতকালীন সময়ে দুর্ঘটনা এড়াতে এবং মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কবিতা লিখেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারী এলাকার বাসিন্দা প্রশান্ত চন্দ। ৫০ পেরোনো এই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে কবিতা লিখে বিভিন্ন দেওয়াল, রাস্তার মোড়ে চিটিয়ে দেন, যাতে দু-একজন মানুষ পড়ে, একটু সচেতন হয়। সকাল থেকেই বাড়িতে লাগানো একাধিক ফুলের গাছের পরিচর্যা করেন, এরপর লিখতে বসেন কবিতা। দোকান সামলে সচেতনতার সেই দু লাইনের কবিতা লিখে বিভিন্ন জায়গায় চিটিয়ে দেন তিনি।

advertisement

আরও পড়ুন: বাড়ির ছাদের উপর অ্যাম্বাসেডর কেন? কী করে নামাবে? ফুলবাড়ির রাস্তায় নিশ্চয় দেখেছেন! কারণ চমকে দেবে

পথ নিরাপত্তা বিষয়ে তার কবিতা যেমন, “দিকে দিকে বাড়ছে দুর্ঘটনা দেখেও চালক কেন মানছে না কিংবা বাইক চালকদের করি আহ্বান  হেলমেট পরে সবাই বাইক চালান” – এমনই দু’লাইনের বেশ কয়েকটি কবিতা লিখে তিনি মানুষকে সচেতন করছেন। প্রসঙ্গত গাঁটের কড়ি খরচ করে চলে তার এই সচেতনতার পাঠ দেওয়া। একাধিক জায়গায় কটাক্ষের শিকার হয়েছেন তবে থেমে থাকেননি। লক্ষ্যে এগিয়ে চলেছেন প্রশান্ত বাবু। দোকান সামলে তিনি মানুষকে সচেতন করে চলেন। অসচেতন বাইক আরোহীকে পথ আটকে বোঝান হেলমেট পরার গুণ এবং তার সুফল সম্পর্কে।

advertisement

একাধিকবার তাকে পাগল বলে সম্বোধন করেছে লোকে। তবে এই পাগলের পাগলামি নিছকইপাগলামি নয়। এই পাগলামি মানুষের জীবন বাঁচায়। নাম না জানাঅখ্যাত এই কবির কবিতা মানুষকে প্রাণ ফিরে দেয়। প্রশান্ত বাবু এই মহতী উদ্যোগকে কুর্নিশ আমাদেরও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: 'হেলমেট পরে সবাই বাইক চালান'! মুদির দোকানদারের কাণ্ড জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল