একটু বেশি মুনাফা লাভের আশায় অনেক কৃষকরা লুকিয়ে জমিতে পোস্ত চাষ করেন। তবে ভারতীয় আইন বিধি অনুযায়ী বেশ কিছু গাছের চাষ নিষিদ্ধ করা রয়েছে। তার মধ্যে অন্যতম হল পোস্ত গাছ। কারণে এই পোস্ত গাছ থেকেই তৈরি হয় মরফিন এর অন্যতম উপাদান ও নেশার বিভিন্ন সামগ্রী। সেই কারণে এই ধরনের গাছ চাষ করতে পেতে হয় সরকারি অনুমোদন। সরকার স্বীকৃত না হলে পোস্ত চাষকে বেআইনি বলে ধরা হয়। এবং যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরও কঠোর শাস্তি হয়।
advertisement
আরও পড়ুন-লাফিয়ে বাড়বে শুক্রাণুর সংখ্যা, ঝিমিয়ে পড়া পুরুষত্ব জেগে উঠবে ৭ দিনে, পুরুষদের ‘রামবাণ’ এই ফল, এভাবে খেলেই যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সী পলবা থানার ওসি নাজির উদ্দিন আলীকে নিয়ে গিয়ে ওই পোস্ত চাষ নষ্ট করেন। ডিএসপি জানান, বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে খবর পাই আমরা। সেইমতো পুলিশ ফোর্স নিয়ে এসে ডুবি খুব মৌজার জমিতে পোস্ত গাছ নষ্ট করা হয়। আগামী দিনে যদি কেউ বেআইনিভাবে এই চাষ করেছে এরকম খবর পাওয়া যায় তাদের বিরুদ্ধে অভিযান হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন-বর আসার সঙ্গে সঙ্গেই চিৎকার, অঝোরে কান্না শুরু কনের, তারপরই ঘটে গেল…, বিয়ের আসরে মুহূর্তে সব শেষ!
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যারা প্রশাসনিক পদে রয়েছে জনপ্রতিনিধি তাদের জমিতে পোস্ত চাষ হয়েছে। ব্যবস্থা নিলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে পুলিশ যে অভিযান চালাচ্ছে বেআইনি চাষের বিরুদ্ধে তাকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
রাহী হালদার