TRENDING:

ভাবা যায়...! লাইট, ফ্যান ছাড়াই চলছিল চোখের চিকিৎসা, রেগে বোম রোগী থেকে চিকিৎসকরা, তারপর যা হল...

Last Updated:

হাসপাতালের চক্ষু বিভাগের অবস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরে অসন্তুষ্ট ছিল রোগীরা।‌ অসন্তোষ প্রকাশ করেছিলেন হাসপাতালে চিকিৎসকেরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পুরুলিয়া সদরের গুরুত্বপূর্ণ অংশ বলরামপুর। ‌ এই ব্লকের বহু মানুষ বাঁশগড় গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল। দুর-দূরান্ত থেকে অনেকেই বাঁশগড় হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কিন্তু এই হাসপাতালের চক্ষু বিভাগের অবস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরে অসন্তুষ্ট ছিল রোগীরা।‌ অসন্তোষ প্রকাশ করেছিলেন হাসপাতালে চিকিৎসকেরাও। রোগীদের নিয়ম-শৃঙ্খলার কোনও ব্যবস্থা নেই। ‌চক্ষু বিভাগের কক্ষে লাগান বৈদ্যুতিক লাইট ও ফ্যানগুলিও চলছিল না। এতে চরম বিপাকে পড়েছিলেন রোগীরা।
advertisement

টানা চার-পাঁচদিন বলরামপুর বাঁশগড় হাসপাতালে চক্ষু বিভাগের  বৈদ্যুতিক বাতি ও ফ্যান বন্ধ থাকার পর অবশেষে তা মেরামত করা হল। এতে খুশি রোগীরা। এর ফলে তাদের অনেকটাই উপকার হয়েছে।‌ এ বিষয়ে বাঁশগড় হাসপাতালে রেজিস্টার প্রণব মাহাতো বলেন, বিগত চার-পাঁচ দিন লাইট ও ফ্যান বন্ধ থাকার কারণে চিকিৎসা করতে তাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাদের সমস্যা সমাধান করেছে। এখন তারা ভালভাবেই রোগী পরিষেবা দিতে পারছেন।

advertisement

আরও পড়ুন: প্রশাসনকে জানিয়ে হয়নি…! এবার বীরভূমে চাষ বাঁচাতে চাষিরা যা করলেন, অবাক হবেন আপনিও

View More

এ বিষয়ে ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডঃ শুভম পাল বলেন, বর্তমানে তাদের হাসপাতালে চক্ষু বিভাগের লাইট ও ফ্যান ঠিকঠাক ভাবেই চলছে। যে সমস্যা হয়েছিল দ্রুত তারা সেই সমস্যা সমাধান করেছেন। ‌ এখন আর কোনও সমস্যা নেই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পুরুলিয়ার বাঁশগড় হাসপাতালে যান্ত্রিক ত্রুটির কারণে লাইট ও ফ্যান চলছিল না চক্ষু বিভাগের। এতে বিপাকে পড়তে হচ্ছিল রোগীদের। সমস্যার মধ্যে পড়েছিল চিকিৎসকেরাও। তবে বর্তমানে দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হওয়ায় খুশি সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাবা যায়...! লাইট, ফ্যান ছাড়াই চলছিল চোখের চিকিৎসা, রেগে বোম রোগী থেকে চিকিৎসকরা, তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল