টানা চার-পাঁচদিন বলরামপুর বাঁশগড় হাসপাতালে চক্ষু বিভাগের বৈদ্যুতিক বাতি ও ফ্যান বন্ধ থাকার পর অবশেষে তা মেরামত করা হল। এতে খুশি রোগীরা। এর ফলে তাদের অনেকটাই উপকার হয়েছে। এ বিষয়ে বাঁশগড় হাসপাতালে রেজিস্টার প্রণব মাহাতো বলেন, বিগত চার-পাঁচ দিন লাইট ও ফ্যান বন্ধ থাকার কারণে চিকিৎসা করতে তাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাদের সমস্যা সমাধান করেছে। এখন তারা ভালভাবেই রোগী পরিষেবা দিতে পারছেন।
advertisement
আরও পড়ুন: প্রশাসনকে জানিয়ে হয়নি…! এবার বীরভূমে চাষ বাঁচাতে চাষিরা যা করলেন, অবাক হবেন আপনিও
এ বিষয়ে ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডঃ শুভম পাল বলেন, বর্তমানে তাদের হাসপাতালে চক্ষু বিভাগের লাইট ও ফ্যান ঠিকঠাক ভাবেই চলছে। যে সমস্যা হয়েছিল দ্রুত তারা সেই সমস্যা সমাধান করেছেন। এখন আর কোনও সমস্যা নেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার বাঁশগড় হাসপাতালে যান্ত্রিক ত্রুটির কারণে লাইট ও ফ্যান চলছিল না চক্ষু বিভাগের। এতে বিপাকে পড়তে হচ্ছিল রোগীদের। সমস্যার মধ্যে পড়েছিল চিকিৎসকেরাও। তবে বর্তমানে দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হওয়ায় খুশি সকলেই।
শর্মিষ্ঠা ব্যানার্জি