পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দনিপুরের কাছে ফি বছরই রূপনারায়ণ নদী বাঁধে ধস নামে। সেই সঙ্গেই দেখা দেয় ভাঙন। প্রতিবার অস্থায়ীভাবে সেই ভাঙন মেরামতের কাজ করা হয়। এবারও অস্থায়ীভাবেই নদী বাঁধ সংস্কার শুরু হয়েছে। যদিও স্থায়ীভাবে বাঁধ সংস্কার হোক দাবি করছেন এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি মেনে আগামী দিনে স্থায়ীভাবেই বাঁধ সংস্কার হবে বলে জানিয়ে দিয়েছেন ব্লকের বিডিও।
advertisement
জানা যাচ্ছে, ১০০ মিটার দীর্ঘ এই চওড়া নদী বাঁধ এবার প্রায় ১০ ফুট গভীরে নেমে গিয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বিডিও থেকে শুরু করে সেচ দফতরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের লোকজন। তাঁরা গিয়ে ভাঙা বাঁধ সারাইয়ের কাজ শুরু করান।
তবে প্রত্যেকবারের মতো এবারও অস্থায়ীভাবে বাঁধ সংস্কারের কাজ হচ্ছে। এই নিয়ে স্থানীয়রা খুশি নন। তাঁরা চান, স্থায়ীভাবে বাঁধ সংস্কার করা হোক। আগামী দিনে স্থায়ী ভাবেই সংস্কার করা হবে বলে জানিয়েছেন ব্লকের বিডিও।