TRENDING:

Purulia News: মানভূমে এই প্রথমবার রূপসী বাংলা পুরুলিয়া উৎসব

Last Updated:

বহু জায়গাতেই দেখা যায় জেলা বা সদরের নাম দিয়ে বিশেষ উৎসব হতে। কিন্তু পুরুলিয়া জেলাতে এর আগে কখনও এই ধরনের উৎসব হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: লক্ষ্য জেলার শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরা। আর সেই উদ্দেশ্যেই এই প্রথমবার মানভূম জেলায় অনুষ্ঠিত হচ্ছে রূপসী বাংলা পুরুলিয়া উৎসব।
advertisement

আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পাঁচথুপিতে ভক্তের ঢল

বহু জায়গাতেই দেখা যায় জেলা বা সদরের নাম দিয়ে বিশেষ উৎসব হতে। কিন্তু পুরুলিয়া জেলাতে এর আগে কখনও এই ধরনের উৎসব হয়নি। এই প্রথম জেলায় রূপসী বাংলা পুরুলিয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। চলতি মাসের ১৯ জানুয়ারি এই উৎসব শুরু হয়েছে, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এই উৎসব হচ্ছে পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ময়দানে। এই উৎসবের মূল উদ্যোক্তা পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া।

advertisement

তাঁর তত্ত্বাবধানে এই উৎসবের আয়োজন হয়েছে। এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচারবিভাগীয় মন্ত্রী মলয় ঘটক। এই বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে , প্রতিদিনই বহু মানুষের সমাগম হচ্ছে এই পুরুলিয়া উৎসবে। মোট ৫০ টি ষ্টল রয়েছে। মানুষের যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে। প্রতিদিনই সংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তারাও সমস্ত দিক থেকেই পরিষেবা দিচ্ছেন।

advertisement

View More

এই বিষয়ে মেলার ব্যবসায়ীরা বলেন, প্রতিদিনই বহু মানুষের সমাগম হচ্ছে এই পুরুলিয়া উৎসবে। এই প্রথম তাঁদের জেলাতে এমন উৎসব হওয়ায় ভীষণই ভাল লাগছে। তাঁদের ব্যবসাও মোটামুটি ভালই হচ্ছে। পুরুলিয়া উৎসবে আসা মানুষজন বলেন, বহু রকমারি স্টল রয়েছে এই উৎসবে। দামও সাধ্যের মধ্যে রয়েছে। এখানে ভিড়ও যথেষ্ট হচ্ছে। প্রথমবার এই ধরনের উৎসব হওয়ায় ভীষণই ভাল লাগছে। ‌

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবীন-প্রবীণের মেলবন্ধনে সেজে উঠেছে সমগ্র রূপসী বাংলা পুরুলিয়া উৎসব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ প্রতিদিন এই উৎসবে শামিল হতে আসছেন। এই উৎসবের মধ্য দিয়ে জেলা পুরুলিয়ার সার্বিক চিত্র সর্বসাধারণের সামনে তুলে ধরা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মানভূমে এই প্রথমবার রূপসী বাংলা পুরুলিয়া উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল