TRENDING:

North 24 Parganas News: বাস, ট্রেন থেকে বিড়ালের লড়াই! হরবোলা রূপম এখন পরিচিত মুখ

Last Updated:

South 24 Pargana: ভলভো বাস থেকে দুই বিড়ালের লড়াই, মুখ দিয়ে নানা শব্দ করে এলাকায় এখন পরিচিত মুখ রূপম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দত্তপুকুর: দুটি বিড়ালের ঝগড়া থেকে ভলভো বাস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন প্রাণীর আওয়াজ নকল করে শব্দ বের করতে পারে নয় বছরের ছোট্ট ছেলেল রুপম।
advertisement

বর্তমানে দত্তপুকুরের শিবালয় কংসবণিক পাড়ার পরিচিত মুখ সে। শুনলে রীতিমতো অবাক হবেন আপনিও। নিজের চেষ্টায় এই অনন্য প্রতিভার অধিকারী হয়ে উঠেছে ৯ বছরের রুপম কংসবনিক। নাচ, গান, আঁকা সহ বিভিন্ন বিষয় প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন অনেকেই। তবে এমন হরবোলার প্রতিভা কিন্তু বিরল।

আরও পড়ুন- Paschim Bardhaman News: পুরনো প্রেমের সম্পর্কের জেরে খুন, তারপর যা যা হচ্ছে

advertisement

চর্চার মাধ্যমে এই প্রতিভা আরও তীক্ষ্ণ করতে হয়। রূপম সেটাই করেছে। ৯ বছরের রুপমের এই প্রতিভা রীতিমতো দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় মানুষদের।

View More

পড়াশোনা খেলাধুলার ফাঁকেই মুখ থেকে বের হয় নানা ধরনের আওয়াজ। ছোট থেকেই শব্দ শুনে নকল করার বিষয়টি রপ্ত করেছে রূপম। এ যেন এক অন্য ধরনের প্রতিভা! রুপম কংস বণিকের গলায় নানা ধরনের এই আওয়াজ শুনে অবাক হবেন যে কেউ।

advertisement

ইতিমধ্যেই তার করা বিভিন্ন আওয়াজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বন্ধু থেকে প্রতিবেশীরা, সবাই রূপমকে কাছে পেলেই শুনতে চাইছেন তার মুখে করা নানা শব্দ। দুটি বিড়ালের ঝগড়ায় কেমন শব্দ হয়? শিয়াল কেমন করে ডাকে? ট্রেন, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স সহ নানা শব্দ অবলীলায় মুখ থেকে বের করতে পারে রূপম।

দত্তপুকুর শিবালয় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর চতুর্থ শ্রেণীর ছাত্র রুপম। রাস্তায় চলাফেরা সময় কোনও কিছু দেখলেই তার আওয়াজ রপ্ত করার বিশেষ গুণ রয়েছে ছেলেটির মধ্যে। বিভিন্ন ধরনের আওয়াজ শুনলে তা নিজের গলায় তোলার চেষ্টা করে রূপম।

advertisement

আরও পড়ুন- Thunderstorm Alert: ফুঁসছে নিম্নচাপ! আর কিছুক্ষণেই ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও দক্ষিণবঙ্গের দুই জেলায়! 

হরবোলা শিল্পী হতে চায় দত্তপুকুর কংসবণিক পাড়ার ৯ বছরের রূপম কংস বনিক। ছোটবেলায় এই ধরনের শব্দ সন্তানের মুখ থেকে শুনে রীতিমতো বকাবকি করলেও বর্তমানে তার বাবা-মাও বিষয়টিকে বেশ উপভোগ করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাস, ট্রেন থেকে বিড়ালের লড়াই! হরবোলা রূপম এখন পরিচিত মুখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল