শুধু বৃষ্টিই নয়। নিম্নচাপের জেরে বইবে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ৯ তারিখ এবং ১০ তারিখ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্লেখিত তিনদিন ভারী বৃষ্টিপাতের (West Bengal Weather Alert) সম্ভাবনা রয়েছে।
সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। এদিকে একদিকে যখন দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সময় উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather Alert) ক্ষেত্রেও আসতে চলেছে ব্যাপক বদল। জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সেভাবে কোনও সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে চলেছে। সেখানে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।