কালনা পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য পিঠে পুলি উৎসবে বুধবার চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় । রুপম ইসলামের অনুষ্ঠানে সন্ধ্যার পর থেকেই মাঠের মধ্যে ঢুকতে না পারায়, প্রচুর মানুষ মাঠের বাইরে ভিড় জমিয়েছিলেন । আর তারপরেই ছড়ায় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। লাঠি চার্জের সময় অনেক মানুষ রাস্তার মধ্যে পড়ে গিয়ে আহত হন। বহুদূর থেকে আগত অনেকেই প্রোগ্রাম না দেখতে পেয়ে ভারাকান্ত মনে ফিরে যান।
advertisement
আরও পড়ুন: ছিঃ! দিঘার ঝাঁ চকচকে হোটেলের আড়ালে এ কী চলছিল! ফল ভুগছিলেন পর্যটকরা
মাঠে ঢোকার জন্য অনেকে পাঁচিল টপকাতে শুরু করে । এরপরই পাঁচিলের মধ্যে আলকাতরা ঢেলে দেয় কর্তৃপক্ষ। স্বভাবতই বুধবার রূপম ইসলামের অনুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্তমানে কালনা মহকুমা হাসপাতালেতালবোনার বাসিন্দা কমলা কর্মকার এবং লক্ষণপাড়ার বাসিন্দা এক ছাত্র প্রেম দাস কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন । উল্লেখ্য বুধবারঅতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার কারণে মূল মাঠে রূপম ইসলামের শ্রোতারা ঢুকতে না পেরে বাইরেই অপেক্ষা করছিলেন, আর সেই সময়তেই বিশৃঙ্খলা ছড়ায়।
আরও পড়ুন: সন্দেশখালিতে ইডি অফিসারদের বিরুদ্ধেই টাকা চুরির অভিযোগ! পরিমাণ শুনলে চমকে উঠবেন
পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। তখনই বেশ কয়েকজন পড়ে গিয়ে আহত হন। একই সঙ্গে হুড়োহুড়ি এবং ভিড়ের চাপের মধ্যে পড়ে পদপীষ্ট হন বেশ কয়েকজন। তবে অনেকে প্রশ্ন তুলেছেন অনুষ্ঠান কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে । অনেকে বলেছেন, যদি জায়গায় না দিতে পারবে তাহলে এইধরনের অনুষ্ঠান আয়োজনের কী দরকার ছিল ?
—– বনোয়ারীলাল চৌধুরী