TRENDING:

Rupam Islam: রূপম ইসলামের হুঁশিয়ারি না মানায় কালনা হাসপাতালে ভর্তি দুজন

Last Updated:

Rupam Islam: রূপম ইসলামকে দেখতে, সামনে থেকে দাঁড়িয়ে তার গান শুনতে উপচে পড়েছিল বহু মানুষের ভিড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, কালনা: পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে বুধবার রাতে ঘটল ধুন্ধুমার কান্ড! সত্যি হল সঙ্গীত শিল্পী রূপম ইসলামের কথা। কালনা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চলছে খাদ্য পিঠে পুলি উৎসব। বুধবার অনুষ্ঠান ছিল সঙ্গীত শিল্পী রূপম ইসলামের । আর এই রূপম ইসলামকে দেখতে, সামনে থেকে দাঁড়িয়ে তার গান শুনতে উপচে পড়েছিল বহু মানুষের ভিড়। মঞ্চে দাঁড়িয়ে থেকে সঙ্গীত শিল্পী রূপম ইসলামকে বলেতেও শোনা যায় যে , তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রবেশ অবাধ, কেউ এস না , চাপা পড়ে যাবে ভিড়ে! শেষে সত্যি হল রূপমের কথা । যেমন কথা তেমন কাজ । সত্যি করেই রূপম ইসলামের অনুষ্ঠান দেখতে এসে পদপিষ্ট হয়ে কালনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন ।
মারাত্মক কাণ্ড কালনায়
মারাত্মক কাণ্ড কালনায়
advertisement

কালনা পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য পিঠে পুলি উৎসবে বুধবার চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় । রুপম ইসলামের অনুষ্ঠানে সন্ধ্যার পর থেকেই মাঠের মধ্যে ঢুকতে না পারায়, প্রচুর মানুষ মাঠের বাইরে ভিড় জমিয়েছিলেন । আর তারপরেই ছড়ায় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। লাঠি চার্জের সময় অনেক মানুষ রাস্তার মধ্যে পড়ে গিয়ে আহত হন। বহুদূর থেকে আগত অনেকেই প্রোগ্রাম না দেখতে পেয়ে ভারাকান্ত মনে ফিরে যান।

advertisement

আরও পড়ুন: ছিঃ! দিঘার ঝাঁ চকচকে হোটেলের আড়ালে এ কী চলছিল! ফল ভুগছিলেন পর্যটকরা

মাঠে ঢোকার জন্য অনেকে পাঁচিল টপকাতে শুরু করে । এরপরই পাঁচিলের মধ্যে আলকাতরা ঢেলে দেয় কর্তৃপক্ষ। স্বভাবতই বুধবার রূপম ইসলামের অনুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্তমানে কালনা মহকুমা হাসপাতালেতালবোনার বাসিন্দা কমলা কর্মকার এবং লক্ষণপাড়ার বাসিন্দা এক ছাত্র প্রেম দাস কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন । উল্লেখ্য বুধবারঅতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার কারণে মূল মাঠে রূপম ইসলামের শ্রোতারা ঢুকতে না পেরে বাইরেই অপেক্ষা করছিলেন, আর সেই সময়তেই বিশৃঙ্খলা ছড়ায়।

advertisement

আরও পড়ুন: সন্দেশখালিতে ইডি অফিসারদের বিরুদ্ধেই টাকা চুরির অভিযোগ! পরিমাণ শুনলে চমকে উঠবেন

পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। তখনই বেশ কয়েকজন পড়ে গিয়ে আহত হন। একই সঙ্গে হুড়োহুড়ি এবং ভিড়ের চাপের মধ্যে পড়ে পদপীষ্ট হন বেশ কয়েকজন। তবে অনেকে প্রশ্ন তুলেছেন অনুষ্ঠান কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে । অনেকে বলেছেন, যদি জায়গায় না দিতে পারবে তাহলে এইধরনের অনুষ্ঠান আয়োজনের কী দরকার ছিল ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

—– বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rupam Islam: রূপম ইসলামের হুঁশিয়ারি না মানায় কালনা হাসপাতালে ভর্তি দুজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল