আরও পড়ুন: মাধ্যমিক পাশ করলেই সরকারি চাকরির সুযোগ বীরভূম জেলায়! কী ভাবে আবেদন করবেন?
লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ চলে আসায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জঙ্গলের পাশেই তাদের বসবাস। রুটি–রুজির জন্য তাদের জঙ্গলেও যেতে হয়। সেই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এলাকার বাসিন্দা লোকালয় সংলগ্ন জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলার দাবি জানিয়েছেন। এছাড়া রাস্তায় যাতে আলো লাগানো হয় তারও দাবি জানিয়েছেন তারা। তারপর দক্ষিণ বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন: আর কিনতে হবে না, বাড়িতে ফেলে দেওয়া পুরনো, ভাঙা হেলমেটই নতুন হবে মাত্র ৫০ টাকায়
সন্ধে থেকে বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে একাধিকবার শব্দবাজি ফাটানো হয়। সেই সময় নদীতে ভাটা ছিল। তখনই বাঘ নদী পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন সকালে তল্লাশি চালিয়েও বাঘের হদিস পাওয়া যায় নি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন কী ভাবে বারবার লোকালয়ে বাঘ আসছে। জঙ্গলের বাঘ এভাবে বারে বারে লোকালয়ে চলে আসছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে, এতেই আতঙ্কিত তাঁরা।
