এদিন সকালে নতুনবাজার থেকে মাছ কিনেছিলেন স্থানীয় এক ক্রেতা ৷ বাড়ি ফিরে দেখেন তাঁকে পচা মাছ দেওয়া হয়েছে ৷ এরপরেই পুরসভাকে বিষয়টি জানান তিনি ৷ আচমকাই বাজারে হানা দিয়ে ওই বিক্রেতার কাছ থেকে প্রচুর পরিমাণে পচা মাছ-মাংস উদ্ধার করে বজবজ পুরসভার আধিকারিকরা ৷ দেখা যায়, সব মিলিয়ে প্রায় ৭০ কিলো পচা মাছ, মাংস ফ্রিজারে রেখে দিয়েছেন আকবর ৷ অভিযুক্ত ব্যবসায়ী আকবরকে আটক করেছে পুলিশ ৷
advertisement
এদিকে আজই ভাগাড়কাণ্ডের মূল অভিযুক্ত কওসর ঢালিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ভাগাড়ের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই উধাও ছিল কওসর ৷ আজ হাসনাবাদ থেকে তাঁকে পাকড়াও করে এয়ারপোর্ট থানার পুলিশ ৷
আরও পড়ুন: হাসনাবাদ থেকে গ্রেফতার মরা মুরগির কারবারে মূল অভিযুক্ত কওসর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 24, 2018 11:34 AM IST