TRENDING:

Flower Farming: বারোমাস পাবেন ফুল, তাও টানা ৭-৮ বছর! এই নিয়মগুলো মানলেই টবেতে ম্যাজিক

Last Updated:

ছোট ছোট কটা নিয়ম মানলেই জারবেরা গাছ ফুলে ভরে থাকবে সারাটা বছর। বর্তমানে দারুণ চাহিদা এই জারবেরা ফুলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: একটা সাধারণ গাছ থেকে টানা ৭-৮ বছর থোকা থোকা ফুল পেতে চান? আপনি যদি ফুল ভালোবাসেন এবং সেই সঙ্গে তা নিয়ে কৌতুহলী হন তবে আজকের প্রতিবেদনটা আপনার জন্য। কীভাবে জারবেরা গাছ থেকে বছরের পর বছর ফুল পাওয়া যাবে তা জানুন।
advertisement

আরও পড়ুন: জমি বিবাদে ১০৪ বছর বয়সে আদালতে ছুটে এলেন বৃদ্ধ! দেখেই শোরগোল

ছোট ছোট কটা নিয়ম মানলেই জারবেরা গাছ ফুলে ভরে থাকবে সারাটা বছর। বর্তমানে দারুণ চাহিদা এই জারবেরা ফুলের। শীতের মরশুমি গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া’র মত নানান ফুলের সঙ্গেই আজকাল চাহিদা বেড়েছে জারবেরা ফুলের। বিশেষ করে বিয়ের লগনসায় এই সুদর্শন ফুলের দারুন চাহিদা থাকে। ফলে গোলাপের মত এই ফুলের ব্যবসাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

advertisement

বর্তমানে হাওড়া জেলার বহু কৃষক অতিরিক্ত লাভের আশায় জারবেরা ফুল চাষ করছেন। অনেকে আবার বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য টবে জারবেরা ফুলের গাছ লাগান। বেশিরভাগই ভাবেন জারবেরা ফুল গাছ শীতকালে লাগাতে হয়। এটি আসলে মরশুমি ফুল। কিন্তু অভিজ্ঞ কৃষকরা জানাচ্ছেন বিষয়টি একদমই তা নয়, বরং কটা জিনিস মাথায় রাখলে সারা বছর এই ফুল পাওয়া যাবে।

advertisement

এই প্রসঙ্গে অভিজ্ঞ নার্সারি মালিক উমাপ্রসাদ বোস জানিয়েছেন, জারবেরা গাছে সারা বছর ফুল পেতে হলে প্রথমেই এই গাছের জন্য উপযুক্ত মাটি তৈরি করতে হবে। সাধারণত, যে গাছ সারা বছর ফুল দেয় সেই গাছের গোড়ার মাটি সর্বদা নরম রাখতে হয়। বৃষ্টির জল এই গাছের সেভাবে ক্ষতি করে না। তবে গাছের গোড়ায় যাতে জল না জমে সেইদিকে খেয়াল রাখতে হবে। গাছে পচন বা ছত্রাক না ধরে তার উপযুক্ত ওষুধ ব্যবহার করতে হবে এক মাস অন্তর। পাশাপাশি ভিটামিন জাতীয় খাবার এক মাস অন্তর দেওয়া প্রয়োজন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জারবেরা গাছ লাগাতে হলে অক্টোবর মাসে নতুন চারা লাগানো বেশি কার্যকরী হবে। প্রতিবছর গাছ তুলে নতুন মাটি দিয়ে আবার বসাতে হবে। পরিচর্যা করলে জারবেরা গাছ কমপক্ষে ৪-৫ বছর বাঁচে। একটু ভালভাবে নজর রাখলে ৭-৮ বছর’ও এই গাছ থেকে ফুল পাওয়া সম্ভব। গরমের পর শরৎ-এর হালকা শীতের হাওয়া বইতে শুরু করলে গাছের মাটি পরিবর্তন করতে হবে। এই সহজ কটা বিষয় মাথায় রাখলেই বছরভর পাওয়া যাবে জারবেরা ফুল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রুপোর মুকুট, স্বর্ণালঙ্কারে সজ্জিত দেবী, ২৫০ বছরের প্রাচীন কালীপুজোর রোমহর্ষক কাহিনী জানুন
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flower Farming: বারোমাস পাবেন ফুল, তাও টানা ৭-৮ বছর! এই নিয়মগুলো মানলেই টবেতে ম্যাজিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল