TRENDING:

সাবধান! দিনে-দুপুরে ছিনতাই, সোনারপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগ নিয়ে চম্পট, শেষে যা খেল দেখালেন দুই যুবক  

Last Updated:

প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোনারপুরে চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহাঃ প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর টাকা ছিনতাই। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়াল সোনারপুর থানার অন্তর্গত হরিনাভি এলাকায়। প্রাণের ঝুঁকি নিয়ে ছিনতাইবাজদের হাত থেকে টাকা ছিনিয়ে নিলেন স্থানীয় দুই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ২টো নাগাদ রাজপুর এলাকার এক ব্যবসায়ী সুভাষগ্রাম থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। তিনি যখন হরিনাভির নয়া ঐক্য ক্লাবের সামনে আসেন ঠিক তখনই দু’টি মোটরসাইকেলে চেপে মোট ছ’জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে লাথি মেরে বাইক থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা। বাইকের চাবি কেড়ে নিয়ে তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

advertisement

আরও পড়ুনঃ ফলনের আকাল! পড়াশোনার পাশাপাশি এই বিশেষ সবজির চাষ শেখানো হবে পড়ুয়াদের, উৎপাদন বাড়াতে শেষ ভরসা রাজ্যের স্কুলগুলো

চোখের সামনে এইভাবে এক ব্যক্তির টাকা ছিনতাইয়ের ঘটনা দেখে নিজের মোটরসাইকেল নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন হরিনাভির বাসিন্দা শুভদীপ দাস ও তার এক বন্ধু। চৌহাটি মোড়ের কাছে ছিনতাইকারীদের ধরে ফেলেন শুভদীপ। জীবনের ঝুঁকি নিয়ে দুষ্কৃতীদের হাত থেকে ছিনতাই হওয়া টাকার ব্যাগটি ছিনিয়ে আনেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। এরপর পুলিশের মধ্যস্থতায় ছিনতাইবাজদের হাত থেকে উদ্ধার করা টাকা-সহ ব্যাগ তুলে দেওয়া হয় ওই ব্যবসায়ীর হাতে। টাকার ব্যাগ উদ্ধারকারী দুই যুবক এবং ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাবধান! দিনে-দুপুরে ছিনতাই, সোনারপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগ নিয়ে চম্পট, শেষে যা খেল দেখালেন দুই যুবক  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল