স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ২টো নাগাদ রাজপুর এলাকার এক ব্যবসায়ী সুভাষগ্রাম থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। তিনি যখন হরিনাভির নয়া ঐক্য ক্লাবের সামনে আসেন ঠিক তখনই দু’টি মোটরসাইকেলে চেপে মোট ছ’জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে লাথি মেরে বাইক থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা। বাইকের চাবি কেড়ে নিয়ে তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
advertisement
চোখের সামনে এইভাবে এক ব্যক্তির টাকা ছিনতাইয়ের ঘটনা দেখে নিজের মোটরসাইকেল নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন হরিনাভির বাসিন্দা শুভদীপ দাস ও তার এক বন্ধু। চৌহাটি মোড়ের কাছে ছিনতাইকারীদের ধরে ফেলেন শুভদীপ। জীবনের ঝুঁকি নিয়ে দুষ্কৃতীদের হাত থেকে ছিনতাই হওয়া টাকার ব্যাগটি ছিনিয়ে আনেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। এরপর পুলিশের মধ্যস্থতায় ছিনতাইবাজদের হাত থেকে উদ্ধার করা টাকা-সহ ব্যাগ তুলে দেওয়া হয় ওই ব্যবসায়ীর হাতে। টাকার ব্যাগ উদ্ধারকারী দুই যুবক এবং ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।