TRENDING:

মেয়ের বিয়ের জন্য গয়না বানিয়েছিলেন, আলমারির লকার ভেঙে সর্বস্ব লুঠ! গভীর রাতে পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরি

Last Updated:

Robbery Case: পাশাপাশি চারটি বাড়িতে আলমারি, লকার ও বাক্স ভেঙে সব মিলিয়ে চুরি যায় বেশ কয়েক ভরি সোনার গয়না, নগদ লক্ষাধিক টাকা-সহ পরিবারের বহু দামী সামগ্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: রাতের অন্ধকারে পাশাপাশি চারটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। রবিবার গভীর রাতে মুর্শিদাবাদে বেলডাঙা থানার সরুলিয়া গেট পাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, একই রাতে পাড়ার পাশাপাশি চারটি বাড়িতে আলমারি, লকার ও বাক্স ভেঙে সব মিলিয়ে চুরি যায় বেশ কয়েক ভরি সোনার গয়না, নগদ লক্ষাধিক টাকা-সহ পরিবারের বহু দামী সামগ্রী। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে সন্দেহ করা যায়নি বলে জানা যাচ্ছে।
মুর্শিদাবাদের বেলডাঙায় পরপর চারটি বাড়িতে চুরি
মুর্শিদাবাদের বেলডাঙায় পরপর চারটি বাড়িতে চুরি
advertisement

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, অনুমান পাশাপাশি চারটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় জড়িত রয়েছে স্থানীয় কেউ বা কারা। অন্যদিকে ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় পুলিশ। তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।

আরও পড়ুনঃ আচমকা বিকট শব্দ! মঙ্গলকোটের কাছেই ভয়াবহ দুর্ঘটনা! পথে রক্তাক্ত ৩ যুবক, আশঙ্কাজনক ১

advertisement

View More

ভাঙা হয়েছে আলমারির লকার

যদিও এই দুঃসাহসিক চুরির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা যায়। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। মহঃ আব্দুর রৌফ জানিয়েছেন, রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় পরপর চারটি বাড়ি থেকে চুরি হয় প্রায় পাঁচ লক্ষ টাকার নগদ এবং বেশ কিছু সোনার গয়না। ঘুমন্ত অবস্থায় বাড়িতে লোক থাকা সত্ত্বেও কি করে হল চুরি! এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আলমারির লকার ভেঙে চুরি

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রহিদ আলি সেখ, আনিকুল সেখ, সাগির সেখ ও আসলাম সেখ এই চারজনের বাড়িতে চুরি হয় বলে জানা গিয়েছে। রহিদ আলি সেখের বাড়িতে মেয়ের বিয়ের জন্য সোনার গয়না বানিয়ে রেখা ছিল। সেই সব কিছুই চুরি গিয়েছে। এমন দুঃসাহসিক চুরি এলাকায় আগে কোনও দিন ঘটেনি। এই ধরনের ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেয়ের বিয়ের জন্য গয়না বানিয়েছিলেন, আলমারির লকার ভেঙে সর্বস্ব লুঠ! গভীর রাতে পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল