স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, অনুমান পাশাপাশি চারটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় জড়িত রয়েছে স্থানীয় কেউ বা কারা। অন্যদিকে ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় পুলিশ। তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
আরও পড়ুনঃ আচমকা বিকট শব্দ! মঙ্গলকোটের কাছেই ভয়াবহ দুর্ঘটনা! পথে রক্তাক্ত ৩ যুবক, আশঙ্কাজনক ১
advertisement
ভাঙা হয়েছে আলমারির লকার
যদিও এই দুঃসাহসিক চুরির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা যায়। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। মহঃ আব্দুর রৌফ জানিয়েছেন, রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় পরপর চারটি বাড়ি থেকে চুরি হয় প্রায় পাঁচ লক্ষ টাকার নগদ এবং বেশ কিছু সোনার গয়না। ঘুমন্ত অবস্থায় বাড়িতে লোক থাকা সত্ত্বেও কি করে হল চুরি! এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
আলমারির লকার ভেঙে চুরি
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রহিদ আলি সেখ, আনিকুল সেখ, সাগির সেখ ও আসলাম সেখ এই চারজনের বাড়িতে চুরি হয় বলে জানা গিয়েছে। রহিদ আলি সেখের বাড়িতে মেয়ের বিয়ের জন্য সোনার গয়না বানিয়ে রেখা ছিল। সেই সব কিছুই চুরি গিয়েছে। এমন দুঃসাহসিক চুরি এলাকায় আগে কোনও দিন ঘটেনি। এই ধরনের ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ।