সোমবার সকালে বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়াতে প্রদীপ পাইনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল ১০টা ৪৮ মিনিট নাগাদ কোলে দুই বাচ্চা এবং ও আরও একটি বাচ্চা ছেলেকে নিয়ে দুই মহিলা প্রদীপ পাইনের বাড়িতে ঢুকছে। ঠিক মিনিট ১৫ পর সেই বাড়ি থেকেই বাচ্চা-সহ ওই দুই মহিলাকে বেরিয়ে যেতে দেখা যায়।
advertisement
বাড়িতে ফিরে প্রদীপ বাবুর স্ত্রী কাজল পাইন দেখেন বিছানা এলোমেলো রয়েছে। তাঁর সন্দেহ হওয়ায় আলমারির লকার খুলে দেখেন, লকারে থাকা প্রায় তিন লক্ষ টাকার সোনার গয়না খোয়া গিয়েছে। কাজলদেবী জানান, তিনি বাড়ি থেকে সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর ছেলেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বেরিয়ে গিয়েছিলেন। তার স্বামী প্রদীপ পাইন সকাল ১০টা নাগাদ তার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। সেই সময় বাড়িতে ছিলেন প্রদীপবাবুর অসুস্থ বোন।
সোমবার দুপুর ১টা নাগাদ বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে পাইন পরিবার। তবে মঙ্গলবার সকাল হলেও বারুইপুর থানার পুলিশ তদন্ত করতে ঘটনাস্থলে আসেনি। তাই নিয়ে ক্ষোভ রয়েছে পরিবারের। তাঁদের দাবি, সিসিটিভি ফুটেছে যাদের দেখা গিয়েছে বারুইপুর থানার পুলিশ তদন্ত করে তাদের গ্রেফতার করুক ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। পাশাপাশি বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন মাস্টারপাড়া এলাকার বাসিন্দারা।