নদিয়ার শান্তিপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেল কোয়ার্টারে 52/A-তে ঘটনাটি ঘটেছে। সেখানে থাকেন সুজয় বিশ্বাস নামে এক রেলের কর্মী। তিনি পেশায় রেলওয়ের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্লার্ক। ইতিমধ্যেই তিনি শান্তিপুর থানায় লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। পুলিশ প্রশাসন এসে খতিয়ে দেখে গিয়েছে।
advertisement
ওই ব্যক্তি জানান, সন্ধ্যা সাতটা নাগাদ স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ির আশেপাশের ঠাকুর দেখতে গিয়েছিলেন। তবে ছেলেকে জল খাওয়াতে ঘণ্টা দু’য়েকের মধ্যে ফিরে আসেন। তখনও সব ঠিকঠাক ছিল। এরপর আনুমানিক সাড়ে ন’টা নাগাদ বাড়ির সামনের দিক থেকে তালা খুলে ঢুকতে গিয়ে লক্ষ্য করেন ঘরের সমস্ত জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। পিছনে লোহার গ্রিলের দরজা খোলা। পাশেই একটি ঘর রয়েছে। সেখানেও তালা ভাঙা। এমনকি ওই গ্রিলেরও তালা ভাঙা ছিল বলে অভিযোগ করেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে, পুরনো দিনের কাঁসা-পিতলের বাসন সহ ঘরের বিভিন্ন জায়গায় যা ছিল সব নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ব্যাঙ্ক থেকে তোলা নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা আলমারিতে রাখা ছিল। সেটাও নিয়ে গিয়েছে তাঁরা। এছাড়া সার্ভিস বুক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র যে ফাইলে ছিল সেটাও খুঁজে পাচ্ছেন না এই ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।






